Wednesday, January 14, 2026

নিষ্ক্রিয়, জনবিচ্ছিন্ন সদস্যদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার পথে বঙ্গ সিপিএম

Date:

Share post:

ক্ষমতা থেকে চলে যাওয়ার পর একের পর এক নির্বাচনে বিপর্যয়। দীর্ঘ ৩৪ বছর রাজ্য শাসন করার পরেও ক্ষমতা হারিয়ে সিপিএম (CPIM) এখন শূন্য। রক্তক্ষরণ হতে হতে বাংলার রাজনীতিতে কার্যত জীবন্ত জীবাশ্ম হয়ে টিকে রয়েছে সিপিএম। এভাবে চলতে থাকলে মহাশূন্যে প্রস্থান অবশ্যম্ভাবী। জনবিচ্ছিন্ন একটি দল, ভুল থেকে কোনও শিক্ষা নেয়নি। ফলস্বরূপ সর্বশেষ চব্বিশের লোকসভা ভোটেও ভরাডুবি!

ফুটো বাটি হাতে ধরিয়ে দিয়েছে বাংলার মানুষ। নির্বাচনে ভরাডুবির পর হুঁশ ফিরেছে কমরেডদের। সেই সিপিএম (CPIM) এবার নাকি শুদ্ধিকরণের পথে হাঁটতে চলেছে। নির্বাচনী লড়াইয়ে যে সব পার্টি সদস‌্য সংগঠনের কাজে সঠিক ভূমিকা পালন করেননি, তাঁদের বিরুদ্ধে কড়া ব‌্যবস্থা নিতে চলেছে আলিমুদ্দিন। রাজ্য কমিটির বৈঠক থেকে প্রাথমিক পর্যালোচনার পর খসড়া রিপোর্ট প্রকাশ করে সেখানে জেলা কমিটিগুলিকে আলিমুদ্দিনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, “নির্বাচনী সংগ্রামে যে সমস্ত পার্টি সদস‌্য যে স্তরেরই হোক না কেন যথোপযুক্ত ভূমিকা পালন করেননি, জেলা কমিটিগুলিকে সেই বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব‌্যবস্থা গ্রহণ করতে হবে।”

সিপিএম সূত্রে খবর, যত বড়ই নেতা বা যে কমিটির সদস‌্যই হোন না কেন, ভোটের কাজে সঠিক ভূমিকা যাঁরা পালন করেননি তাঁদের বিরুদ্ধে দলীয়স্তরে ব‌্যবস্থা নিতে চলেছে রাজ‌্য কমিটি। শুধু তাই নয়, পার্টি অফিসে বসে যাঁরা নেতাগিরি করেন, এলাকায় যান না, সেই সমস্ত নেতাদের সতর্ক করে রাজ‌্য নেতৃত্বের নির্দেশ, ‘পার্টি সদস‌্যদের একটা ভালো সময় জনগণের কাছে যেতে হবে। শুধুমাত্র পার্টি দফতরের মধ্যে নিজেদের সীমাবদ্ধ না রেখে এলাকায় জনগণের মধ্যে সময় ব‌্যয় করতে হবে।’ রিপোর্টে উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে, পার্টি সদসদের একটি বড় অংশ ‌নিষ্ক্রিয় ভূমিকা ছিল নির্বাচনের কাজে। তার ফলেই নির্বাচনে এমন চরম বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছে।

আরও পড়ুন: ওম বিড়লার VS কে সুরেশ! স্পিকার নির্বাচনে নজিরবিহীন ভোটাভুটির পথে লোকসভা

 

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...