স্পিকার নির্বাচনে অনিয়ম! নিয়ম অনুযায়ী, একজন সাংসদও যদি ভোটাভুটি চান তাহলে ভোট করতেই হবে। বিজেপির (BJP) কাছে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নেই। সেটা বুঝেই প্রো-টেম স্পিকার লোকসভায় ধ্বনি ভোটে স্পিকার নির্বাচন করেছেন। বুধবার, লোকসভা স্পিকার নির্বাচন হওয়ার পরেই সংসদের বাইরে বেরিয়ে তোপ দাগলেন তৃণমূল (TMC) সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি জানান, “নিয়ম অনুযায়ী, হাউসের কোনও সদস্য যদি ভোটাভুটি চান তবে এই ক্ষেত্রে প্রো-টেম স্পিকারকে সেই অনুমতি দিতে হবে।” কিন্তু স্পষ্ট প্রমাণিত যে ক্ষমতাসীন বিজেপির কাছে এই সংখ্যা নেই। সংখ্যা ছাড়াই সরকার চলছে। এটা বেআইনি, অনৈতিক, অসাংবিধানিক। দেশের মানুষ ওদের দরজা দেখিয়ে দিয়েছে। দেশের মানুষ ওদের দরজা দেখিয়ে দিয়েছে।সংসদ থেকে বেরিয়ে অভিষেক (Abhishek Banerjee) বলেন, “হাউসে কোনও সদস্য যদি ‘ডিভিশন’ (ভোটাভুটি) চান তাহলে প্রো-টেম স্পিকারকে (অধ্যক্ষ) অনুমোদন দিতে হয়। এক্ষেত্রে বিরোধী শিবিরের বেশ কয়েকজন সদস্য ডিভিশন চেয়েছেন। লোকসভার ফুটেজ থেকে স্পষ্ট দেখা ও শোনা যাচ্ছে যে বেশ বিরোধী শিবিরের কয়েকজন সাংসদ ডিভিশন চেয়েছিল। কিন্তু ভোটাভুটির অনুমোদন না দিয়েই ধ্বনি ভোট করা হয়। এর থেকে স্পষ্ট যে বিজেপির কাছে সংখ্যাগরিষ্ঠতা নেই। সংখ্যা ছাড়াই সরকার চলছে, তা অবৈধ, অনৈতিক, সংবিধান বিরোধী। এদের দেশের মানুষ বাইরের দরজা দেখিয়ে দিয়েছে।” অভিষেকের কথায়, এই সরকারের পতন সময়ের অপেক্ষা।

“Several members of the Opposition camp sought for a division to put the motion to vote, and the motion was adopted without putting the motion to vote. This is a clear testament to the fact that the ruling dispensation, in this case the BJP, doesn’t have the numbers. This… pic.twitter.com/lDDyDYHUbv
— All India Trinamool Congress (@AITCofficial) June 26, 2024
তাহলে কী জোর দিয়ে ভোটাভুটি চাওয়া হয়নি? সাংবাদিকদের প্রশ্ন নস্যাৎ করে তৃণমূল সাংসদ জানান, প্রশ্নটি কতটা জোরালোভাবে ডিভিশন চাওয়া হয়েছিল তা নিয়ে নয়, নিয়মে বলা হয়েছে, ৫০০ জনের মধ্যে একজনও ভোটাভুটি চাইলেও দিতে হবে। এটাই নিয়ম। শুধু কংগ্রেস নয়, অনেক রাজনৈতিক দলেই ডিভিশন কথা বলেছে। এর পরেই গর্জে উঠে অভিষেক বলেন, ”আমাকে প্রশ্ন করার আগে লোকসভার ফুটেজ দেখুন। কেন ডিভিশন দেওয়া হয়নি তা শুধুমাত্র প্রো-টেম স্পিকারই স্পষ্ট করতে পারবেন! তিনি চেয়ারে বসেছিলেন। সেই কারণে তিনিই উত্তর দিতে পারেন”

লোকসভার বিরোধী দলনেতা হওয়ায় রাহুল গান্ধীকে (Rahul Gandhi) অভিনন্দন ও শুভেচ্ছা জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
