Friday, January 2, 2026

রাতভর ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গ! ১০ নম্বর জাতীয় সড়কে ধস, আশঙ্কায় স্থানীয়রা 

Date:

Share post:

মাঝে হাতেগোনা কয়েকদিনের বিরতি! ফের মঙ্গলবার থেকে লাগাতার বৃষ্টির (Rain) জেরে ধস ১০ নম্বর জাতীয় সড়কে (National Highway)। সূত্রের খবর, বুধবার সকালে টানা বৃষ্টির জেরে কালিম্পঙের (Kalimpong) লিখুভিরের কাছে ধস নামে। যার জেরে শিলিগুড়ি-গ্যাংটক যাতায়াত বেশ কয়েকঘণ্টার জন্য বন্ধ হয়ে যায় বলে খবর। এদিন পাহাড় বেয়ে বিশাল পাথরের চাঁই জাতীয় সড়কের উপর পড়ে। এর জেরেই রাস্তা বন্ধ হয়ে রয়েছে। যার জেরে জাতীয় সড়কের দুই ধারেই গাড়ির লম্বা লাইন চোখে পড়েছে।
অন্যদিকে, কালিঝোরায় রাস্তার উপর বড় গাছ পড়ে বিঘ্নিত হয়েছে যান চলাচল। তিস্তাবাজার থেকে মেল্লি হয়ে দার্জিলিং যাওয়ার যে সড়ক তা-ও সাময়িক ভাবে বন্ধ ছিল বলে খবর। তবে বর্তমানে আবার যান চলাচল শুরু হয়েছে। তবে পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে শিলিগুড়িতে মহানন্দা নদীর জলস্তরও বাড়ছে যা রীতিমতো ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে একাধিবার ধস নামে ১০ নম্বর জাতীয় সড়কে। লাগাতার বর্ষণের কারণেই ধস নেমে যান চলাচল ব্যাহত হয়। গত সপ্তাহে মেঙ্গলি, ইয়াংগাং, নামচি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। বহু পর্যটক আটকে ছিলেন লাচুং-সহ সহ সিকিমের বিভিন্ন জায়গায়। প্রাকৃতিক দুর্যোগ চলার কারণে তাঁদেরকে আকাশপথে উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। কয়েকদিন পর তাঁদের সড়ক পথে হেঁটে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।
এদিকে আগামী কয়েক দিন উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে প্রবল বৃষ্টি হবে। মঙ্গলবার রাত থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। ফলে নতুন করে ধস নামতে শুরু করেছে পাহাড়ে। তবে বেশ কয়েকটি রাস্তায় ধস নেমে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর।

spot_img

Related articles

জগন্নাথের টানেই দিঘামুখী পর্যটকরা, প্রথম দিনেই লক্ষাধিক দর্শনার্থীদের সমাবেশ

জগন্নাথ মন্দির হওয়ার পর থেকেই পর্যটকদের ঢল নামছে দিঘায়।  নতুন বছরের প্রথম দিনেও যার ব্যতিক্রম হল না। শুধু...

শাহি টনিকেই ময়দানে! কী কথা হয়েছেন দুজনের-ফাঁস করলেন দিলীপ

কাজ করতে বলেছেন অমিত  শাহ। শাহি নির্দেশ মেনে মাঠে নেমে পড়েছেন। শুক্রবার প্রাতঃভ্রমণে গিয়ে জানালেন বিজেপির (BJP) প্রাক্তন...

ঘরের মাঠে আইপিএল খেলবেন না যশস্বীরা, বিকল্প ভেন্যু বেছে নিল রয়্যালস ব্রিগেড

রাজস্থান ক্রিকেট সংস্থায় চলছে ডামাডোল। তার জেরেই আগামী আইপিএলে ঘরের মাঠে খেলবে না রাজস্থান রয়্যালস(Rajasthan Royals )। চলতি...

শর্তসাপেক্ষ অনুমতিতে বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’ শুভেন্দুর

মালদার চাঁচলের কলমবাগানে অনুষ্ঠিত হতে চলেছে বিজেপির তথাকথিত ‘পরিবর্তন সংকল্প সভা’। শুক্রবার সভায় উপস্থিত থাকার কথা বিরোধী দলনেতা...