প্রাথমিক নিয়োগ মামলার তদন্তে বুধবার বিকেলে রাজ্যের শিক্ষা দফতরের প্রধান কার্যালয় বিকাশ ভবনে গেলেন সিবিআই (CBI in Bikash Bhawan)আধিকারিকরা। সূত্রের খবর পাঁচ তলায় প্রাথমিক শিক্ষা সংসদের যে গুদাম ঘর (warehouse primary recruitment cell) আগে থেকেই কেন্দ্রীয় সংস্থা সিল করে রেখেছিল, সেখানেই এদিন ৩টে নাগাদ পৌঁছে তল্লাশি শুরু করেন তদন্তকারী আধিকারিকরা। নির্দিষ্ট কোনও নথির খোঁজ চলছে কীনা তা এখনও স্পষ্ট নয়। তবে ওই বিভাগের তিন কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানা যাচ্ছে।
