Thursday, August 21, 2025

হকার সমস্যা সমাধানে আজই নবান্নে বৈঠক, বড় সিদ্ধান্তের পথে মুখ্যমন্ত্রী 

Date:

Share post:

পুরসভা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বৈঠকের পর কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে হকার (Hawkers) উচ্ছেদের ছবি ধরা পড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পেয়েই তৎপর পুলিশ এবং পুরসভাগুলি। এমনই আবহে বৃহস্পতিবার আরও একবার বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী‌। এদিনের বৈঠকে পুর ও নগর উন্নয়ন দফতরের আধিকারিকদের উপস্থিত থাকতে বলা হয়েছে৷ পাশাপাশি হাজির থাকতে বলা হয়েছে প্রত্যেক জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদেরও, থাকবেন হকার সংগঠনের প্রতিনিধিরাও।

এছাড়াও বিভিন্ন জেলা থেকে জেলাশাসক এবং পুলিশ সুপাররা ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারেন বলে খবর। মহকুমা শাসক এবং বিডিওদেরও এই বৈঠকে ভার্চুয়ালি থাকতে বলা হয়েছে। মনে করা হচ্ছে, এদিনের বৈঠক থেকেই উচ্ছেদ হওয়া হকারদের ভাগ্য নির্ধারণ করা হবে। একমাত্র হাওড়ার জেলাশাসক ও পুরনিগমের প্রশাসককে সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

হকারদের জন্য রাস্তা দখল ও সরকারি জমি বেদখল হওয়া নিয়ে এর আগেও তীব্র ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। হাতে কাগজ নিয়ে এবিষয়ে একটার পর একটা তথ্য তুলে ধরে তিনি জানতে চান কেন এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়নি? নাম ধরে ধরে এই সম্পর্কে এক একটি পুরসভার বিভিন্ন রাস্তা ও জায়গা দখলের উদাহরণ উঠে আসে মুখ্যমন্ত্রীর কথায়। সরব হন বেআইনি নির্মাণ নিয়েও। উপস্থিত মন্ত্রী, আমলা, পুলিশ ও পুর কর্তাদের স্পষ্ট বুঝিয়ে দেন এই ধরনের কার্যকলাপ তিনি বরদাস্ত করতে রাজি নয়। তাঁর এই ভর্ৎসনার পরেই কলকাতা-সহ জেলায় জেলায় সক্রিয় হয় পুলিশ-প্রশাসন এবং পুরনিগম ও পুরসভাগুলি।


spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...