Friday, November 7, 2025

দখলদারদের সরে যেতে একমাস সময়, পরিস্থিতি খতিয়ে দেখতে পর্যালোচনা দল গঠন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দখলদারি বরদাস্ত নয়। তবে, এখনই উচ্ছেদ হচ্ছে না। একমাসের মধ্যে জবরদখল ছেড়ে দিতে হবে হকারদের। একই সঙ্গে হকারদের থেকে কোনও চাঁদা নিতে পারবেন না কেউ। বৃহস্পতিবার, নবান্ন সভাঘরে পুরসভার মেয়র, মেয়র পারিষদ, মন্ত্রী, উচ্চ পদস্থ সরকারি আধিকারিক ও হকারদের সঙ্গে বৈঠকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে, পরিস্থিতি খতিয়ে দেখতে পর্যলোচনা দল গড়ে দিলেন তিনি।সোমবার, নবান্নে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশর পরে গত দুদিন ধরে কলকাতায় জবরদখলকারী হকার উচ্ছেদের পরে এদিন হকারদের সঙ্গে বৈঠকে সবপক্ষকেই নিয়ম মেনে চলার নির্দেশ দিয়েছেন মমতা (Mamata Banerjee)। তিনি বলেন, “হাতিবাগানে গিয়ে দেখেছি। হকাররা অনেক আগেই ফুটপাত দখল করে নিয়েছে। এখন রাস্তায় উঠে এসেছে। এর জন্য কাউন্সিলর ও পুলিশের (Police) একাংশ দায়ী। তাঁরা আগে টাকা নিয়ে হকারদের বসতে দিচ্ছে। তার পর বুলডোজার দিয়ে তুলে দিচ্ছে। এটা চলতে পারে না। এর পর থেকে যদি দেখি কোথাও রাস্তায় হকার বসানোর হচ্ছে তাহলে কাউন্সিলরকেই অ্যারেস্ট (Arrest) করিয়ে দেব।“

শিলিগুড়ির (Siliguri) বুধবারের ঘটনার প্রসঙ্গে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী বলেন, “ডাবগ্রামে দেখেছেন তো আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। সরকারি জমি ৩ লক্ষ টাকা করে বিক্রি করে দিচ্ছিল। ওই জমিগুলো মিউটেশন যাবে না”।

হাতিবাগান, নিউমার্কেট-সহ বেশ কয়েকটি জায়গার পরিস্থিতি খতিয়ে দেখার জন্য দল গঠন করে দেন মুখ্যমন্ত্রী। সেই দলে রয়েছেন, ফিরহাদ হাকিম, অতীন ঘোষ, দেবাশিস কুমার, অরূপ বিশ্বাস-সহ কয়েকজন। সেই দল পরিস্থিতি খতিয়ে দেখে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেবে। একই সঙ্গে মমতা নির্দেশ দেন, একটি পোর্টাল তৈরি করে কোথায় হকাররা বসতে পারবেন, কোথায় হকাররা বসতে পারবেন না, সেটার তালিকা তৈরি করতে হবে। কোথাও কোনও খালি বা নির্মীয়মাণ ভবন থাকলে সেখানও হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা যেতে পারে বলে জানান রাজ্যের প্রশাসনিক প্রধান।

সব শেষে মুখ্যমন্ত্রী বলেন, ”হকারদের আমি ভালবাসি কেন জানেন? তার কারণ, রাস্তায় একটা দুর্ঘটনা ঘটলে আর সবাই মুখ ফিরিয়ে চলে গেলেও হকারেরা ছুটে আসেন। ওঁরা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। কোনও মেয়ের সঙ্গে দুর্ব্যবহার হলে প্রতিবাদ করেন। কিন্তু আমি যেটা করছি, সেটা ওঁদের বিরুদ্ধে নয়। কলকাতাকে সুন্দর করতে হবে। আপনারা সহযোগিতা করুন, সরকার আপনাদের সঙ্গে থাকবেন।”





spot_img

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...