শুক্রবার থেকেই বিরোধীর ভূমিকায় দেশের সর্বোচ্চ কেলেঙ্কারির বিরুদ্ধে সংসদে আওয়াজ তোলা শুরু করছে I.N.D.I.A. জোট সদস্যরা। লোকসভা ও রাজ্যসভায় একযোগে NEET কেলেঙ্কারির আলোচনার দাবি জানানো হবে জোটের পক্ষ থেকে। সেই সঙ্গে বিজেপির দমনমূলক রাজনীতিতে সিবিআই ইডি-র অন্যায় প্রয়োগের বিরোধিতাতেও আন্দোলনে নামা হবে বলে জানান জোট নেতৃত্ব।

বৃহস্পতিবার লোকসভার অধিবেশনের পরেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বৈঠকে বসেন জোট সদস্যরা। কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশের দাবি, তৃতীয় মোদি সরকারকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দেওয়া হবে, তাঁরা জনগনের সমর্থন না পেয়ে সরকার গঠন করেছেন। সেই মতো বর্তমানে দেশের সবথেকে বড় দুর্নীতি NEET কেলেঙ্কারি নিয়ে সংসদের দুই কক্ষেই আলোচনার জন্য বিজ্ঞপ্তি জারি করবেন জোট সাংসদরা।


সেই সঙ্গে সিবিআই-ইডির অপপ্রয়োগে বিরোধীদের মুখবন্ধ করারও প্রতিবাদ শুরু হবে সংসদ কক্ষের বাইরে। সোমবার গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভে সামিল হবেন জোট সদস্যরা। দিল্লির মুখ্যমন্ত্রী, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বাংলার তিন মন্ত্রীকে ইডি সিবিআইয়ের প্রয়োগে জেলবন্দি করার প্রতিবাদে সামিল হবেন জোটের সব শরিকরা।
