Monday, November 3, 2025

বিজেপিমুক্ত মহারাষ্ট্র গঠনের ডাক! বিধানসভা ভোটের আগেই ‘মাস্টারস্ট্রোক’ পাওয়ারের

Date:

Share post:

চলতি বছরের অক্টোবর (October) মাসেই বিধানসভা নির্বাচন (Assembly Election)। আর সেই নির্বাচনকে সামনে রেখেই এবার মহারাষ্ট্র (Maharashtra) দখলের লক্ষ্যে এক ছাতার তলায় মহা বিকাশ আঘাড়ি। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে সাফল্যের পর এবার নজরে বিধানসভা। আর সেই বিধানসভা নির্বাচনকেই ‘মহাভারতের’ সঙ্গে তুলনা করে বিজেপিমুক্ত মহারাষ্ট্র গঠনের ডাক এনসিপি প্রধান শরদ পাওয়ারের (Sharad Pawar)। পাশাপাশি এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাওয়ার জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে হাতে হাত মিলিয়ে লড়াই করবে এনসিপি, কংগ্রেস ও উদ্ধবের শিব সেনা। লোকসভা নির্বাচনে এই জুটির প্রত্যাশিত সাফল্যে ভর করেই বিধানসভা নির্বাচনের আগে একনাথ শিন্ডে শিবিরকে চ্যালেঞ্জ মহা বিকাশ আঘাড়ির।

এদিন শরদ পাওয়ার সাফ জানান, মারাঠাভূমে একজোট হয়েই লড়বে বিরোধী শিবির। রাজ্যে পরিবর্তন প্রয়োজন। আর সেই পরিবর্তন সফল করতে জোটবদ্ধ হওয়াটা আমাদের নৈতিক কর্তব্য। এরপরই এনসিপি প্রধান আসন্ন বিধানসভা নির্বাচনকে মহাভারতের সঙ্গে তুলনা করে বলেন, “যেভাবে মহাভারতে মাছের চোখকে নিশানা করেছিলেন অর্জুন, ঠিক সেভাবেই আমাদের নজরে এখন শুধুই বিধানসভা নির্বাচন। আসন্ন নির্বাচনে কংগ্রেস, এনসিপি ও শিব সেনা (উদ্ধব) একজোট হয়ে লড়াই করবে।

তবে এদিন আসন ভাগাভাগি নিয়ে কোনও আশার আলো শোনাননি পাওয়ার। তিনি সাফ জানান, আসন ভাগাভাগি নিয়ে এখনও পর্যন্ত বিরোধী শিবিরে কোনওরকম আলোচনাই হয়নি। তবে শীঘ্রই এই বিষয়ে তাঁরা বৈঠকে বসবেন বলেও জানিয়েছেন মহারাষ্ট্রের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, ২০১৯ সালে শিব সেনা বিজেপির হাত ধরলেও পরে মনোমালিন্যের জেরে কংগ্রেস ও এনসিপির সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেন উদ্ধব ঠাকরে। যদিও ২০২২ সালে মহা বিকাশ আঘাড়ির সরকার মুখ থুবড়ে পড়ে। এরপর বিগত দু’বছরে মহারাষ্ট্রের রাজনীতিতে বহু পট পরিবর্তন হয়েছে। এবার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ফের এক ছাতার তলায় কংগ্রেস, এনসিপি ও শিবসেনা (উদ্ধব)।

spot_img

Related articles

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...