Sunday, January 11, 2026

অধিবেশন ছাড়াই বিধানসভার ভিতরে-বাইরে আজ ধর্না কর্মসূচি তৃণমূল বিজেপির

Date:

Share post:

মাসের প্রথম দিনেই উতপ্ত হতে চলেছে বিধানসভা (Assembly) চত্বর। এই মুহূর্তে কোনও অধিবেশন না থাকলেও আজ, সোমবার দিনভর রাজনৈতিক মহলের নজর থাকবে বিধানসভার দিকই! শাসক তৃণমূল ও প্রধান বিরোধী দল বিজেপির রাজনৈতিক কর্মকাণ্ডের জেরে বিধানসভা চত্বরে ছড়াতে পারে উত্তেজনা।

বিধানসভা উপনির্বাচনে নব নির্বাচিত দুই দলীয় বিধায়কদের শপথগ্রহণ দ্রুত সম্পন্ন করার দাবিতে ধর্না দেবে তৃণমূল কংগ্রেস। রাজ্যপালের টালবাহানার কারণেই সদ্য-জয়ী দুই তৃণমূল বিধায়কের শপথগ্রহণ হচ্ছে না, ফলে এলাকার উন্নয়নের কাজে হাত লাগাতে পারছেন না তাঁরা। এই অভিযোগ এনে ২৬ জুন থেকে বিধানসভা (Assembly) চত্বরে ধর্না কর্মসূচি শুরু করেছে তৃণমূল। প্রথমে বিধানসভায় প্রবেশের গাড়ি বারান্দায় এবং পরে বিধানসভার মধ্যে আম্বেদকর মূর্তির সামনে অবস্থান ধর্না চালাচ্ছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার। তিন-চারদিনের এই প্রতিবাদ কর্মসূচিতে দফায় দফায় যোগ দিয়েছেন রাজ্যের মন্ত্রী থেকে তৃণমূল বিধায়করা। তাঁদের সকলেরই বক্তব্য, রাজ্যপাল ইচ্ছে করেই শপথ নিয়ে টালবাহানা করছেন। শপথ গ্রহণের বিষয়ে রাজ্যপাল সদর্থক ভূমিকা না নেওয়া পর্যন্ত এই ধর্না কর্মসূচি চলবে।

অন্যদিকে, কোচবিহার কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে বিধানসভার বাইরে ধর্না কর্মসূচি থাকছে বিজেপির।
কোচবিহারে নারীনির্যাতনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। এই সূত্রে বিজেপির পরিষদীয় দলের তরফে আজ সোমবার বিধানসভার গেটের বাইরে ধর্না কর্মসূচি নেওয়া হয়েছে। বিজেপির পরিষদীয় দল জানিয়েছে, তাদের মহিলা বিধায়করা বিধানসভার গেটের বাইরে অবস্থান কর্মসূচি পালন করবেন। যে ঘটনা ঘটেছে, তার জন্য সিবিআই তদন্তই চায় তারা।

আরও পড়ুন: বিহারের পর মনিপুর, সদ্য নির্মিত সেতু ভেঙে নদীতে পড়ে মৃত্যু ট্রাক চালকের! কারণ খুঁজতে শুরু তদন্ত

 

spot_img

Related articles

নাম জিজ্ঞাসা করেই গুলি! দিল্লিতে খুনের অপরাধীরা মেরে ফেলল সাক্ষী স্ত্রীকেও

রাজধানীর (Delhi Crime) নিরাপত্তা নিয়ে যখন পুরোটাই ভাগ্যের হাতে ছেড়ে রেখেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah), তখন...

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ত্রিপুরা! জ্বলছে বাড়ি, একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট!

দুই গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উনকোটি (Unkoti, Tripura) এলাকায়।...

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...