Saturday, January 10, 2026

দেখা করতে নারাজ নির্যাতিতরা! চোপড়া সফর বাতিল করে দিল্লি ফিরলেন রাজ্যপাল বোস

Date:

Share post:

তৈরি হয়ে, গরমে কালো, গলাবন্দ কোর্ট পরে শিলিগুড়ি (Siliguri) গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। কথা ছিল সেখান থেকে যাবেন চোপড়া। কিন্তু সূত্রের খবর সেখানে কেউ তাঁর সঙ্গে কথা বলতে ইচ্ছুক নন- এই খবর শুনেই না কি ফিরতি বিমানে ধরেছেন রাজ্যপাল বোস। রাজভবনসূত্রে খবর, হঠাৎই চোপড়া সফর বাতিল করেছেন রাজ্যপাল। কেন বাতিল- তা নিয়ে  রাজভবনের তরফে স্পষ্ট কিছু জানানো হয়নি। সূত্রের খবর, নির্যাতিতদের পরিবারের আস্থা আছে রাজ্যের পুলিশ-প্রশাসনের উপর। তাঁরা রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজি নয়।চোপড়ায় সালিশি সভায় যুগলকে মারধরের ঘটনার পরেই কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। গ্রেফতার হয়েছেন মূল অভিযুক্ত তাজমুল হক (Tajimul Hak) ওরফে জেসিবি। তাঁকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু সেই ঘটনা নিয়ে জলঘোলা করতে আসরে নেমেছে BJP। আর গেরুয়া শিবিরের নেতার মতো আচরণ করা আনন্দ বোসও এই বিষয়ে নিয়ে শোরগোল ফেলে দিয়েছেন। রবিবারই তিনি জানান, চোপড়া যাবেন। সেই মতো সোমবার দিল্লি থেকে চলে এসেছিলেন শিলিগুড়ি। মঙ্গলবার সকালেই চোপড়া যাওয়ার কথা ছিল। কিন্তু সকাল সাড়ে ১১টা নাগাদ শিলিগুড়ির সার্কিট হাউসে একটি সাংবাদিক বৈঠক করে, রাজ্য প্রশাসনের সমালোচনা করেন আনন্দ বোস।

কথা ছিল তার পরেই বাগডোগরা হয়ে সড়কপথে চোপড়া পৌঁছবেন। কিন্তু দুপুর ১টা নাগাদ হঠাৎই জানা যায় রাজ্যপাল চোপড়ায় যাচ্ছেন না। সূত্রের খবর, নির্যাতিতদের পরিবারের আস্থা আছে রাজ্যের পুলিশ-প্রশাসনের উপর। তাঁরা রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজি নয়। এমনকী, নির্যাতিতদের সঙ্গে শিলিগুড়ি সার্কিট হাউসে দেখা করতে চেয়েছিলেন রাজ্যপাল। কিন্তু তাতে রাজি নিন নির্যাতিত ও তাঁদের পরিবার। ফলে, আর বিষয়টি নিয়ে জলঘোলা করা যাবে না বুঝতে পেরেই ফের আনন্দ বোস (CV Anand Bose) দিল্লি ফিরে গিয়েছেন বলে মত রাজনৈতিক মহলের। সূত্রের খবর, বাংলায় সাংবিধানিক প্রধানের আসন টলমল। সেই কারণেই তিনি আপাতত দিল্লিতেই থাকবেন।





spot_img

Related articles

ইরানে ইন্টারনেট থেকে ল্যান্ডলাইন বন্ধ করেও আন্দোলন থামেনি: ইঙ্গিত, ফিরছেন পাহলভি

ইরানে খামেনেই প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত। দেশের আর্থিক সংকট, মূল্যবৃদ্ধি ও পর্যাপ্ত সরকারি পরিষেবা না মেলার প্রতিবাদে পথে...

ভারতকে চাপে ফেলতে গিয়ে বেসামাল বাংলাদেশ, বোর্ডের বিরুদ্ধে সরব ক্রিকেটাররা

বিশ্বকাপ শুরু হতে একমাসও বাকি নেই। ভারতকে চাপে ফেলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটেই(Bangladesh Cricket) গৃহযুদ্ধ।  বাংলাদেশের ক্রিকেটাররা এখনও জানেন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

১০ জানুয়ারি (শনিবার) ২০২৬ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১৩৭৬০ ₹ ১৩৭৬০০ ₹ খুচরো পাকা সোনা ১৩৮২৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১০ জানুয়ারি (শনিবার), ২০২৬ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...