বার্বাডোজ থেকে কবে ফিরবেন বিরাট-রোহিতরা ? এল বড় আপডেট

গত শনিবার দক্ষিন আফ্রিকাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ ঘরে তুলেছে ভারতীয় দল। ফাইনাল হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে। আর টি-২০ বিশ্বকাপ জয়ের পর বার্বাডোজেই

গত শনিবার দক্ষিন আফ্রিকাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ ঘরে তুলেছে ভারতীয় দল। ফাইনাল হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে। আর টি-২০ বিশ্বকাপ জয়ের পর বার্বাডোজেই আটকে ভারতীয় দল। ঘূর্ণিঝড়ের কারণে সেদেশেই আটকে গিয়েছেন টিম ইন্ডিয়া। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এবং কবে ফিরবেন বিরাট কোহলি-রোহিত শর্মা-হার্দিক পান্ডিয়া। আর এরই মাঝে এল বড় আপডেট। সূত্রের খবর, ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোরে রওনা দিতে পারে দেশের উদ্দেশে। রাতে দিল্লিতে নামতে পারে টিম ইন্ডিয়া।

জানা যাচ্ছে, সে দেশের সময় অনুযায়ী মঙ্গলবার সন্ধে ৬টার সময় ভারতের উদ্দেশে রওনা দেবেন তাঁরা। ভারতীয় সময় অনুযায়ী বুধবার রাতে দিল্লিতে নামার কথা ভারতীয় দলের। বিসিসিআই বিশেষ বিমানের ব্যবস্থা করেছে। স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার সন্ধে ৬টা নাগাদ বিমান ছাড়বে।“

গত শনিবার টি-২০ বিশ্বকাপ জেতে ভারত। তারপর থেকে সে দেশে ঘূর্নিঝড়ের জন্য আটকে রয়েছেন রোহিতেরা। ঘূর্ণিঝড়ের জন্য বন্ধ রাখা হয়েছে বার্বাডোজ বিমানবন্দর। মঙ্গলবার রাত বা বুধবার সকালের দিকে হয়তো বিমান চলাচল স্বাভাবিক হতে পারে বলে জানা গিয়েছে। এই নিয়ে বার্বাডোজের প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামী ১২ ঘণ্টার মধ্যে বিমানবন্দর চালু করা সম্ভব হবে।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস