Sunday, January 11, 2026

শেয়ার বাজারে রেকর্ড! প্রথমবার ৮০ হাজারের গণ্ডি পেরল সেনসেক্স, নয়া নজির নিফটিরও

Date:

Share post:

ফের নয়া রেকর্ড শেয়ার বাজারে (Share Market)। প্রথমবার সেনসেক্স (Sensex) ছাড়াল ৮০ হাজারের গণ্ডি। অন্যদিকে সেনসেক্সের মতো নিফটিও (NIFTY) রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। নিফটি ২৪,২৯২.১৫ এর রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ব্যাঙ্কিং এবং এফএমসিজি (FMCG) স্টকগুলির দাম বাড়ার কারণেই সেনসেক্স ও নিফটির এই উত্থান। বাজার বিশেষজ্ঞদের মতে, ভারতের অর্থনীতিতে আস্থার কারণেই শেয়ারে লগ্নি করছে বিদেশি সংস্থাগুলি। যার কারণেই এমন ভোলবদল।

শেয়ার বাজারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৯ টা ১ মিনিটে ৮০,১৩১.৩৩ পয়েন্টে পৌঁছে যায় সেনসেক্স। চার মিনিট পরে সেটা আরও বেড়ে ৮০,১৪০.৯৫ পয়েন্টে পৌঁছে যায়। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, ২৪,৩২০.৯৮ পয়েন্টে পৌঁছে যায় সূচক নিফটি। বিশেষজ্ঞদের মতে, বেসরকারি ব্যাঙ্ক HDFC ব্যাঙ্কের হাত ধরে শেয়ার বাজারের সেই উত্থান হয়েছে। বুধবার বাজার খোলার পরে এনএসইতে ৩.৬৬ শতাংশ উত্থান হয়েছে HDFC ব্যাঙ্কের। তার ফলে প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ১,৭৯৪ টাকা। অন্যদিকে, সকাল ৯ টা ৪১ মিনিটে বিএসইতে HDFC ব্যাঙ্কের প্রতিটি শেয়ারের দাম পড়ছে ১,৭৭৬.৭ টাকা। মঙ্গলবার বাজার বন্ধের সময় HDFC ব্যাঙ্কের প্রতিটি শেয়ারের দাম ১,৭৩০.৫৫ টাকা ছিল। আর বাজার খোলার সময় সেটা দাঁড়ায় ১,৭৮৯ টাকায়। একটা সময় ১,৭৯১.২৫ টাকায় পৌঁছে যায়।

জিওজিৎ ফিনান্সিয়াল সার্ভিসেসের প্রধান বিনিয়োগ কৌশলবিদ ডক্টর ভি কে বিজয়কুমার বলেন, ‘আজকের বাজারের ক্রিয়াকলাপের কেন্দ্রবিন্দু হবে HDFC ব্যাঙ্ক, যা আগামীদিনে আরও বাড়বে। বিগত অনেক দিন ধরে স্টকটিতে ডেলিভারি-ভিত্তিক কেনাকাটা আরও কয়েকদিন চালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা স্টকের দাম আরও বাড়াবে। নিফটিতে HDFC ব্যাঙ্কের শেয়ারের বাড়ার কারণে ETF এবং অ্যাকটিভ ফান্ডগুলিতে আরও বেশি ডেলিভারি ভিত্তিক কেনাকাটা হবে। RIL, TCS, Infosys এবং ICICI ব্যাঙ্কের মতো নিফটির অন্যান্য স্টকগুলিতে একটি প্রান্তিক নেতিবাচক প্রভাব পড়তে পারে।’


spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...