Saturday, November 8, 2025

জয়ের মাসপূর্তিতেও ধর্নায় সায়ন্তিকারা! ইঙ্গিতপূর্ণ টুইট কুণালের, আইনি পথে স্পিকার?

Date:

Share post:

আজ, বৃহস্পতিবার ৪ জুলাই। ঠিক একমাস আগে লোকসভা ভোটের সঙ্গেই রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছিল। জনতার রায়ে দুই কেন্দ্রেই জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থীরা। বরানগরে জিতেছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আর ভগবানগোলা থেকে জয় হাসিল করেছিলেন রেয়াত হোসেন সরকার। কিন্তু একমাস পেরিয়ে যাওয়ার পরেও রাজ্যপালের গড়িমসিতে আটকে শপথ গ্রহণ (Oath Takeing)। ফলে দুই জনপ্রতিনিধি এলাকার উন্নয়নের কাজ করতে পারছেন না। বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।

এদিকে, জয়ের মাসপূর্তির দিনেও বিধানসভায় বর্ষার দিনে খোলা আকাশেও অম্বেদকর মূর্তির নীচে ধর্নায় বসছেন সায়ন্তিকা এবং রেয়াত। গত সপ্তাহ থেকেই ধর্না চালিয়ে যাচ্ছেন তাঁরা। শপথ-জট কাটাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখেছিলেন স্পিকার। এমনকি, কথা বলেছিলেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথা বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গেও। কিন্তু তাতেও কাজের কাজ কিছুই হয়নি। তাই শপথ-জটিলতার সমাধান খুঁজতে আদালতের দ্বারস্থ হতেই পারেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তিনি আইনজীবীদের পরামর্শ নিয়েছেন। প্রয়োজনে আইনের দিকগুলি দেখে রাজ্যপালকে বাদ রেখেই দুই জয়ী প্রার্থীকে শপথ নেওয়াতে পারেন স্পিকার।

রাজ্যপাল সি ভি আনন্দ বোস যে ইচ্ছাকরেই শপথ গ্রহণ
(Oath Takeing) আটকে রেখেছেন তা স্পষ্ট। কারণ, বেশকিছুদিন আগেই তিনি দিল্লি যান। মাঝে মঙ্গলবার দিল্লি থেকে কয়েক ঘণ্টার জন্য শিলিগুড়ি এলেও কলকাতায় আসেননি। বর্তমানে দিল্লিতেই রয়েছেন তিনি। এমতাবস্থায় শপথগ্রহণ কবে সম্ভব হবে, তা নিয়ে জট খোলার আশা দেখছেন না বিধানসভার আধিকারিকেরা। বরানগরে সদ্য জয়ী তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বলেছেন, ‘‘স্পিকারের তরফে রাষ্ট্রপতির কাছে চিঠি দেওয়া হয়েছে। এর পরও রাজভবনের উত্তর না মেলায় আইনি পদক্ষেপই আমাদের ভরসা।’’

এরই মধ্যে নাম না করে রাজ্যপালকে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আজ, বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে কুণাল লেখেন, ‘‘হোটেল তাজ প্যালেস, নয়াদিল্লির অকথিত কাহিনির নায়ক ভুলে যাচ্ছেন, আইনত চলতি শপথ বিতর্কে তাঁর ভূমিকা নেই। তিনি ছাড়াও সব হতে পারে। সৌজন্যকে দুর্বলতা ভাবা ভুল। যাদের বুদ্ধিতে চলছেন, তারা আপনাকে আরও ডোবাবে বিধানসভার অধ্যক্ষের সাংবাদিক বৈঠকে নজর রাখুন।’’

 


আরও পড়ুন:মিলল না রেহাই! অবশেষে পুলিশের জালে আড়িয়াদহকাণ্ডের মূল অভিযুক্ত জয়ন্ত

 

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...