Thursday, November 6, 2025

মশলায় ‘মৃত্যুফাঁদ’! রাতারাতি বাতিল ১১১ সংস্থার লাইসেন্স, FSSAI-র রিপোর্টে চাঞ্চল্য

Date:

Share post:

ভারতীয় মশলা (Indian Spices) নিয়ে বিতর্কের মাঝেই এবার বড় সিদ্ধান্ত! রান্নার মশলায় বিপজ্জনক মাত্রায় রাসায়নিক মেশানোর অভিযোগ একসঙ্গে ১১১টি মশলা প্রস্তুতকারী সংস্থার লাইসেন্স সোজা বাতিলের পথে হাঁটল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়া (FSSAI)। রাতারাতি বাতিল হওয়া সংস্থাগুলির তালিকায় রয়েছে এমডিএইচ, এভারেস্ট, ক্যাচ, বাদশাহের মতো জনপ্রিয় সংস্থাগুলি। সূত্রের খবর, এই সংস্থাগুলি আর মশলা তৈরি করতে পারবে না ভারতে। প্রায় ৪০০০-র বেশি নমুনা পরীক্ষার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে খাদ্য সুরক্ষা দফতর‌।

একটি সংবাদসংস্থার প্রতিবেদনে জানা গিয়েছে, ইতিমধ্যে ২২০০টি নমুনা পরীক্ষা করে ফেলেছে কেন্দ্রীয় সংস্থা। এর মধ্যে ১১১টি মশলায় গুণমানে গোলমাল ধরা পড়েছে। তারপরই ওই সংস্থাগুলির লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য সুরক্ষা দফতর। জানা গিয়েছে, দেশজুড়ে নমুনা পরীক্ষা চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। মোট ৪ হাজার নমুনা পরীক্ষা হবে। তবে যে সমস্ত সংস্থার লাইসেন্স বাতিল হয়েছে তাদের অধিকাংশই কেরল, তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের। এরা মূলত ক্ষুদ্র মশলা প্রস্তুতকারক সংস্থা। ফলে তাদের ওয়েবসাইট, যোগাযোগের নম্বর কিছুই মেলেনি বলে খবর।

উল্লেখ্য, মশলা দীর্ঘদিন যাতে সংরক্ষিত থাকে সেকারণে তাতে বেশকিছু রাসায়নিক মেশানো হয়। তবে এই রাসায়নিকগুলি ঠিক কত পরিমাণ মেশানো যাবে, তার সীমা নির্দিষ্ট করা রয়েছে‌। অভিযুক্ত সংস্থাগুলি সেই মান অগ্রাহ্য করেই দীর্ঘদিন ধরে মশলা প্রস্তুত করে চলছিল বলে অভিযোগ। চলতি বছরের এপ্রিলে সিঙ্গাপুর এবং হংকং ভারতের দুই জনপ্রিয় মশলা প্রস্তুতকারক সংস্থা এমডিএইচ এবং এভারেস্টের মশলা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে। বিপজ্জনক মাত্রায় ক্ষতিকারক রাসায়নিক মেশানোর অভিযোগ উঠেছিল দুই সংস্থার বিরুদ্ধে। এরপর সেই পথে হেঁটে নেপালেও এমডিএইচ এবং এভারেস্টের মশলা নিষিদ্ধ ঘোষিত হয়। কয়েকদিন পরে রাজস্থান সরকারও অতিরিক্ত মাত্রায় রাসায়নিকের উপস্থিতি টের পেয়ে ওই দুই সংস্থার মশলাকে নিষিদ্ধ ঘোষণা করে। এভাবে লাগাতার অভিযোগ আসতে শুরু করলে নড়চড়ে বসে ফুড সেফটি স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। এরপর মশলার নমুনা পরীক্ষা করতেই বিষয়টি নজরে আসে।


spot_img

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...