Friday, January 9, 2026

কোপার সেমিফাইনালে আর্জেন্তিনা, কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ইকুয়েডরকে হারাল ৪-২ গোলে

Date:

Share post:

কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্তিনা। এদিন
কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ইকুয়েডরকে হারাল ৪-২ গোলে। টাইব্রেকার মিস লিওনেল মেসির। দু’দুটো টাইব্রেকার বাঁচিয়ে ম্যাচের নায়ক এমিলিয়ানো মার্টিনেজ।

চোটের কারণে কোপার গ্রুপ পর্বের শেষ ম্যাচ পেরুর বিরুদ্ধে খেলেননি মেসি। তবে এদিন কোয়ার্টার ফাইনালে অবশ্য শুরু থেকেই ছিলেন এলএমটেন। তবে এদিন জেন চোখের আড়ালেই থাকলেন মেসি। মাঠে বেশ নিষ্প্রভই দেখিয়েছে তাঁকে। যদিও নীল-সাদার দল যে গোল পায়, তা তাঁর কর্নার কিক থেকেই। ম্যাচে এদিন শুরু থেকেই দাপট দেখায় আর্জেন্তিনা। পিছিয়ে থাকে না ইকুয়েডর। তবে এরই মধ্যে ১-০ গোলে এগিয়ে যায় মেসির দল। ম্যাচের ৩৫ মিনিটে গোল করে আর্জেন্তিনাকে এগিয়ে দেন লিজ্যান্দ্র মার্টিনেজ। মেসির কর্নারে ম্যাক অ্যালিস্টরের শট থেকে গোল করেন তিনি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে লিওর দল।

দ্বিতীয়ার্ধে চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াইও। এরই মধ্যে ম্যাচের ৬০ মিনিটে ইকুয়েডরের কর্নার বক্সে রদ্রিগো দে পলের হাতে লাগলে পেনাল্টি দেন রেফারি। তবে পোস্টে মেরে বসেন এনার ভ্যালেন্সিয়া। সমতায় ফেরার সুযোগ হারায় ইকুয়েডর। তবে তারা যেন গোল করতে মরিয়া হয়ে ওঠেন। যার ফলে ম্যাচের অতিরিক্ত সময়ে সমতা ফেরায় ইকুয়েডর। ইকুয়েডরের হয়ে গোল করেন কেভিন রদ্রিগেজ। যার ফলে ম্যাচ গোড়ায় টাইব্রেকারে। কোপার নিয়ম মেনে সরাসরি হয় টাইব্রেকার। আর সেখানে মেসির প্রথম শটই ক্রসবারে লেগে প্রতিহত হয়। তবে পরপর ২ গোল বাঁচিয়ে আর্জেন্তিনাকে বাঁচিয়ে দেন দিবু। শেষমেশ ৪-২ গোলে ম্যাচ জিতে সেমিফাইনালে চলে যায় মেসি।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img

Related articles

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...