Sunday, November 9, 2025

বিশৃঙ্খলা বরদাস্ত নয়! বিক্ষোভের আশঙ্কায় এবার রাহুলের বাসভবনে জোরদার নিরাপত্তা

Date:

Share post:

বাসভবনের সামনে তুমুল অশান্তির অভিযোগ! সেকারণেই এবার কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) বাড়ির বাইরে নিরাপত্তা (Security) আরও বাড়াল দিল্লি পুলিশ (Delhi Police)। মঙ্গলবারই দিল্লি পুলিশের কাছে খবর আসে হিন্দু সংগঠনগুলি রাহুলের বাড়ির বাইরে প্রতিবাদ করতে পারে। তারপরই কোনওরকমের বিশৃঙ্খলা এড়াতে বিরোধী দলনেতার বাড়ির বাইরে আধাসামরিক বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হল দিল্লি পুলিশের দলও।

সূত্রের খবর, লোকসভায় রাহুলের বিতর্কিত ‘হিন্দু’ মন্তব্য নিয়ে হিন্দু সংগঠনগুলির মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। আর সেই কারণেই পুলিশের অনুমান বিক্ষোভকারীরা রাহুল গান্ধীর বাড়ির সামনে পোস্টার এবং হোর্ডিং নিয়ে জড়ো হতে পারেন। এদিকে সংসদে বিজেপির বিরুদ্ধে রাহুলের বক্তব্যের প্রতিবাদে বুধবারই দিল্লির বিজেপি নেতা ও কর্মীরা রাহুলের বাড়ির বাইরে বিক্ষোভ দেখান। রাহুলকে অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। এরপর বিজেপি নেতা-কর্মীরা জায়সলমীর হাউসের কাছে জমায়েত করেন। তারপর সেখান থেকে আকবর রোডে কংগ্রেস অফিসের দিকে মিছিল করেন বলে খবর।

অন্যদিকে, সংসদে রাহুল গান্ধীর হিন্দু মন্তব্য নিয়ে যন্তরমন্তরে ইউনাইটেড হিন্দু ফ্রন্টের তরফে প্রতিবাদ জানানো হয়। রাহুলের লোকসভা সদস্যপদ বাতিল এবং বিরোধী দলের নেতার পদ থেকে তাঁকে অপসারণের দাবি জানানো হয়। ইতিমধ্যে এই বিষয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে। স্মারকলিপির একটি কপি লোকসভার স্পিকার ওম বিড়লা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছেও পাঠানো হয়েছে বলে খবর।


spot_img

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...