Sunday, January 11, 2026

বিশৃঙ্খলা বরদাস্ত নয়! বিক্ষোভের আশঙ্কায় এবার রাহুলের বাসভবনে জোরদার নিরাপত্তা

Date:

Share post:

বাসভবনের সামনে তুমুল অশান্তির অভিযোগ! সেকারণেই এবার কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) বাড়ির বাইরে নিরাপত্তা (Security) আরও বাড়াল দিল্লি পুলিশ (Delhi Police)। মঙ্গলবারই দিল্লি পুলিশের কাছে খবর আসে হিন্দু সংগঠনগুলি রাহুলের বাড়ির বাইরে প্রতিবাদ করতে পারে। তারপরই কোনওরকমের বিশৃঙ্খলা এড়াতে বিরোধী দলনেতার বাড়ির বাইরে আধাসামরিক বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হল দিল্লি পুলিশের দলও।

সূত্রের খবর, লোকসভায় রাহুলের বিতর্কিত ‘হিন্দু’ মন্তব্য নিয়ে হিন্দু সংগঠনগুলির মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। আর সেই কারণেই পুলিশের অনুমান বিক্ষোভকারীরা রাহুল গান্ধীর বাড়ির সামনে পোস্টার এবং হোর্ডিং নিয়ে জড়ো হতে পারেন। এদিকে সংসদে বিজেপির বিরুদ্ধে রাহুলের বক্তব্যের প্রতিবাদে বুধবারই দিল্লির বিজেপি নেতা ও কর্মীরা রাহুলের বাড়ির বাইরে বিক্ষোভ দেখান। রাহুলকে অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। এরপর বিজেপি নেতা-কর্মীরা জায়সলমীর হাউসের কাছে জমায়েত করেন। তারপর সেখান থেকে আকবর রোডে কংগ্রেস অফিসের দিকে মিছিল করেন বলে খবর।

অন্যদিকে, সংসদে রাহুল গান্ধীর হিন্দু মন্তব্য নিয়ে যন্তরমন্তরে ইউনাইটেড হিন্দু ফ্রন্টের তরফে প্রতিবাদ জানানো হয়। রাহুলের লোকসভা সদস্যপদ বাতিল এবং বিরোধী দলের নেতার পদ থেকে তাঁকে অপসারণের দাবি জানানো হয়। ইতিমধ্যে এই বিষয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে। স্মারকলিপির একটি কপি লোকসভার স্পিকার ওম বিড়লা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছেও পাঠানো হয়েছে বলে খবর।


spot_img

Related articles

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...

উন্নত ভারত তরুণ নেতাদের বার্তালাপ: উন্নত ভারতের জন্য যুব নেতৃত্বের উন্মোচন

ডঃ মনসুখ মাণ্ডভিয়া ভারতের উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারিত হবে আজকের তরুণদের চিন্তা, কল্পনা ও নেতৃত্বের মধ্য দিয়ে। কীভাবে দেশ দ্রুত...

আন্টার্কটিকার বরফের তলায় সবুজ বনভূমি! বিস্ময়ের ঘোর কাটছে না গবেষকদের

দুচোখ বিস্তৃত বরফের চাঁই আর তার গভীরে লুকিয়ে সবুজের সমাহার। পৃথিবীর দক্ষিণ প্রান্তের এই মহাদেশে কোনও মনুষ্যবসতি নেই...