Tuesday, August 26, 2025

হাতে সময় কমছে, কাশ্মীরে নির্বাচনের দিন ঠিক করতে বৈঠকে শাহ

Date:

Share post:

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে সেপ্টেম্বরের ৩০ তারিখের মধ্যে সম্পূর্ণ করতে হবে জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের বিরাট ধাক্কা ও তারপরে নতুন মন্ত্রিসভা গঠনের পরই দেশে একের পর এক দুর্ঘটনা থেকে নাশকতার ঘটনা। ফলে জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচন নিয়ে নজরই দিতে পারেনি কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক তথা অমিত শাহ। কাশ্মীরকে নিরাপত্তা দিতে ব্যর্থ বিজেপি সরকার এবার দ্রুত সুপ্রিম নির্দেশ পালন করার জন্য তৎপরতা দেখানো শুরু করল। রাজ্যে বিজেপির দখল কতটা রয়েছে বুঝে নিতে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে অমিত শাহ।

স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব নেওয়ার পরে কাশ্মীরের নিরাপত্তা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছিলেন অমিত শাহ। যদিও তারপরেও নাশকতা আটকানো যায়নি। বৈঠক হয় জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়েও। প্রশাসনের পক্ষ থেকে সেই বৈঠকে নির্বাচনের জন্য সবুজ সংকেত দেওয়াও হয়। তারপরেও নির্বাচন নিয়ে উদ্যোগ নেওয়া শুরু হয়নি কেন্দ্রের তরফে।

তবে অমরনাথ যাত্রার পরে নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিতে চায় কেন্দ্র ও নির্বাচন কমিশন। তবে নির্বাচন কবে হওয়ার সম্ভব, সেই সিদ্ধান্ত কাশ্মীরের বিজেপি নেতাদের সঙ্গে আলোচনা না করে নিতে চান না অমিত শাহ। ৩৭০ ধারা বিলোপের পরে প্রথমবার রাজ্যের মর্যাদা পেয়ে নির্বাচনের পথে জম্মু ও কাশ্মীর। ফলে বিজেপির কাছেও এই নির্বাচন প্রেস্টিজ ফাইট। তাই কোনও ভাবেই দলীয় প্রস্তুতিতে খামতি রাখতে চায় না বিজেপি। তাই রাজ্যের নেতারা তৈরি হলে তবেই নির্বাচনের পথে পা বাড়াবে কেন্দ্র। লোকসভার ফলাফল অনুযায়ী খুব একটা সুবিধাজনক জায়গায় নেই বিজেপি। যদিও বিধানসভা নির্বাচনে তার প্রভাব পড়বে না বলে মনে করে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব।

spot_img

Related articles

নর্তকী থেকে প্রৌঢ়া, একদিনে তিন ‘মৃত্যু’ আনন্দপুরে

একইদিনে তিন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আনন্দপুর থানা এলাকায়। তিনটি দেহের পরস্পরের সঙ্গে সম্পর্ক নেই বলেই প্রাথমিকভাবে পুলিশের...

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...