Saturday, May 3, 2025

আজ রাতে ইউরোতে মেগা ম্যাচ, মুখোমুখি রোনাল্ডো-এমবাপে

Date:

Share post:

ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে শুক্রবার রাতে আরেক মেগা ম্যাচ। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ফ্রান্স ও পর্তুগাল। মহারণে যাবতীয় নজর দুই তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও কিলিয়ান এমবাপের দ্বৈরথের দিকে। দু’জনের পায়েই গোলের খরা। সিআর সেভেন টুর্নামেন্টে এখনও গোল করেননি। এমবাপে জালে বল জড়িয়েছেন একবার, তাও আবার পেনাল্টি থেকে। শুধু এমবাপে নন, ফরাসি স্ট্রাইকারদের পায়েই গোল নেই। শেষ পাঁচটি ম্যাচে কোনও ফিল্ড-গোল করতে পারেনি দিদিয়ের দেশঁর দল। চলতি ইউরোয় শেষ দুই ম্যাচে গোল নেই পর্তুগালেরও। শেষ চারে ওঠার লড়াইয়ে রোনাল্ডো, এমবাপের কাছে গোল চায় দল।

ফরাসি শিবির চিন্তিত এমবাপেকে নিয়ে। কারণ, প্রথম ম্যাচে নাকভাঙার পর সতর্কতা হিসেবে মাস্ক পরে খেলতে গিয়ে অস্বস্তিবোধ করছেন ফরাসি তারকা। মাস্ক বদলেও নাকি সমস্যা হচ্ছে এমবাপের। চোখের পাশের কিছু দেখতে অসুবিধা হচ্ছে। শেষ ষোলোর ম্যাচে মাস্ক পাল্টেছেন। কিন্তু পাঁচবার গোল করার মতো অবস্থায় থেকেও সুযোগ নষ্ট করেছেন।

রোনাল্ডোর পরিস্থিতি আবার আলাদা। টিমকে দারুণভাবে নেতৃত্ব দিচ্ছেন। বারবার জায়গা বদলে বিপক্ষ ডিফেন্ডারদের বিভ্রান্ত করে গোলের রাস্তা তৈরি করে দেওয়ার চেষ্টা করছেন। উঠে-নেমে দলকে সাহায্য করছেন। প্রথম ম্যাচে সতীর্থ ব্রুনো ফার্নান্ডেজকে দিয়ে গোলও করিয়েছেন। কিন্তু শেষ ষোলোয় স্লোভেনিয়ার বিরুদ্ধে সিআর সেভেনের পারফরম্যান্সে হতাশ হয়েছেন ভক্তরা। যার যেরে রোনাল্ডোকে ফ্রান্স ম্যাচে বসানোর দাবি তুলেছে পর্তুগিজ মিডিয়া।

পর্তুগিজ শিবির অবশ্য রোনাল্ডোর ফর্ম নিয়ে চিন্তায় নেই। বরং অধিনায়কের শেষ ইউরোতে ট্রফি উপহার দিতে চায় তারা। লেফট ব্যাক নুনো মেন্ডেস বলেছেন, ‘‘রোনাল্ডোর শেষ ইউরো। এটা ওকে উপহার দিতে পারার চেয়ে ভাল কিছু আর হয় না। আমরা নিজেদের উজাড় করে দেব ওকে ট্রফি দেওয়ার জন্য।’’ এমবাপেকে আটকানোর ব্যাপারে আশাবাদী পিএসজি-তে তাঁর সতীর্থ থাকা নুনো। বলেছেন, ‘‘কিলিয়ানের সঙ্গে অনেক সময় কাটিয়েছি। ওর শক্তি, দূর্বলতা জানি। আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করব।’’

আরও পড়ুন- আজ ইউরোতে হাইভোল্টেজ ম্যাচ, মুখোমুখি স্পেন-জার্মান


spot_img

Related articles

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...