Thursday, November 6, 2025

“আপনার হাতে রক্ত!” ফের এক অগ্নিবীরের আত্মবলিদানে মোদিকে ধিক্কার তৃণমূলের

Date:

Share post:

ফের এক অগ্নিবীরের (Agnibir) আত্মহত্যা। এবার ঘটনা উত্তরপ্রদেশের আগ্রায়। নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন ওই অগ্নিবীর। শ্রীকান্ত কুমার চৌধুরী নামের ওই অগ্নিবীরকে এয়ার ফোর্স স্টেশনের টেকনিক্যাল এলাকায় পোস্ট করা হয়েছিল। সে নিজেকে ইনসাস রাইফেল দিয়ে গুলি করে আত্মহত্যা করেন। অগ্নিবীরের বয়স মাত্র ২২ বছর।আত্মহত্যার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছে যায় বিমান বাহিনী অফিসার ও জওয়ানরা। পরে শাহগঞ্জ থানার পুলিশও ঘটনাস্থলে যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ কোনও সুইসাইড নোট পায়নি। ঘটনাট শ্রীকান্তের পরিবারের সদস্যদের জানানো হয়েছে।

এদিকে অগ্নিবীর (Agnibir) প্রকল্প নিয়ে দেশজুড়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের দাবি, মোদি সরকার গা জোয়ারি করে একটি অপরিকল্পিত প্রকল্প শুরু করেছ। যার মাশুল গুনতে হচ্ছে জওয়ানদের। একের পর এক প্রাণ চলে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, “কেন্দ্রের বিজেপি সরকারের একটি অপরিকল্পিত প্রকল্প অগ্নিপথ। এই প্রকল্পে উদ্বেগ তৈরি হয়েছে। সেই কারণে আরও একটি তাজা প্রাণ চলে গেল। অন্তত ২০ জন অগ্নিবীর এক বছরেরও কম সময়ের মধ্যে নিজেদের জীবন শেষ করে দিয়েছে।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধিক্কার জানিয়ে তৃণমূলের সংযোজন, “আগ্রা এয়ার ফোর্স স্টেশনে ২২ বছর বয়সী ওই যুবকের আত্মহত্যা হল বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের অগ্নিবীর প্রকল্পের অবহেলার ফল৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আপনার হাতে রক্ত!”

&nbsp

শ্রীকান্ত উত্তর প্রদেশের বালিয়া জেলার বাসিন্দা। তাঁর বাড়ি পাচারুকিয়া গ্রামে। অগ্নিবীর শ্রীকান্তের আত্মহত্যার পরে পরিবার আগ্রায় আসে এবং ময়নাতদন্তের পরে বালিয়ায় দেহ নিয়ে যায়। সরকারি ইনসাস রাইফেল দিয়ে চোখের কাছে মাথায় গুলি করে আত্মহত্যা করেছিলেন শ্রীকান্ত চৌধুরী। গুলি মাথার উপরিভাগ দিয়ে চলে গেলে তিনি মারা যান। পুলিশ ওই রাইফেলটি উদ্ধার করে ফরেন্সিক টেস্টে পাঠিয়েছে।

জিজ্ঞাসাবাদে, পুলিশ জানতে পেরেছিল যে শ্রীকান্ত কুমার চৌধুরী দেড় বছর আগে অগ্নিবীর স্কিমের মাধ্যমে বায়ুসেনায় যোগ দিয়েছিলেন।শ্রীকান্ত চৌধুরীকে অগ্রায় পোস্ট করা হয়েছিল ৬ মাস আগে এবং তিনি ৩ জুন ছুটিতে বাড়িতে আসেন। ১০ দিনের ছুটি কাটিয়ে তিনি ফের ডিউটিতে ফিরেছিলেন। ১৩ জুন শ্রীকান্ত এয়ারফোর্স স্টেশনে ডিউটিতে যোগ দেন। আগ্রা এয়ার ফোর্স স্টেশনে এটি দ্বিতীয় আত্মহত্যার ঘটনা। ২০১৯ সালের শুরুতে মোরাদাবাদের বাসিন্দা স্কোয়াড্রন লিডার হিমাংশু সিং (বয়স ৩২) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিলেন এই এয়ার ফোর্স স্টেশনেই!

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল NEET UG কাউন্সিলিং!

 

 

spot_img

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...