Thursday, August 28, 2025

‘ঐতিহাসিক পদক্ষেপ’ না কর্মসংস্থান? ২৩ জুলাই বাজেটে কাকে অগ্রাধিকার কেন্দ্রের

Date:

Share post:

একদিকে পাহাড় প্রমাণ প্রত্যাশার চাপ। অন্যদিকে চমক। কেন্দ্রের মোদি সরকারের বাজেটে এবার কোনটি বেশি জায়গা পাবে, সামনে আসবে ২৩ জুলাই। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ঘোষণা করলেন ওই দিনই কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করবেন। ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছিলেন নির্মলা সীতারমন। রাজ্যের বেশ কিছু প্রকল্প অনুকরণ করে সেখানে বেশ কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। একক সংখ্যা গরিষ্ঠতা হারিয়ে সরকার গঠনের পরে কেন্দ্রের বিজেপি সরকার সেই সব প্রতিশ্রুতি রাখবে কিনা সেটাই প্রমাণিত হবে এই বাজেটে।

লোকসভার অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতির ভাসনে দ্রৌপদী মুর্মু জানিয়েছিলেন নতুন বাজেট ঐতিহাসিক পদক্ষেপ তুলে ধরবে। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি ঐতিহাসিক পদক্ষেপ এই বাজেটের ইউএসপি বলে দাবি করেছিলেন দেশের রাষ্ট্রপতি। যদিও যতবার ইতিহাসের দাবি করেছে বিজেপি শাসিত সরকার, ততবারই ইতিহাসের বিকৃতি দেশের সম্মানকে কালিমালিপ্ত করেছে। তবে ঐতিহাসিক পদক্ষেপের দিকে গুরুত্ব দিতে গিয়ে কী উন্নয়নের আশার আলো দেখতে পাবে না দেশের মানুষ, প্রশ্ন সাধারণ মানুষের।

প্রতিবার বাজেট পেশের আগে সমানভাবে গুরুত্ব পায় আয়কর ছাড়ের বিষয়টি। তবে এবার অনেক বেশি নজর থাকবে কর্মসংস্থানের দিকে। লোকসভা নির্বাচনে বিরোধীরা দেশের বেকারত্ব নিয়ে বিজেপিকে বিদ্ধ করেছে। যুব সম্প্রদায়ের হাতে কর্মসংস্থানের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে কংগ্রেসের ইস্তাহারে। সেই প্রতিশ্রুতিকে কীভাবে পাল্লা দেয় নির্মলা সীতারমনের বাজেট, সেটাও নজরে থাকবে ২৩ জুলাই। সেই সঙ্গে দেশের নারী, যুব ও মধ্যবিত্তদের জন্য বেশ কিছু প্রতিশ্রুতি অন্তর্বর্তী বাজেটে রেখেছিলেন সীতারমন। সেই প্রতিশ্রুতি কতটা রাখা হচ্ছে তা নিয়েও ইতিমধ্যে সন্দেহ প্রকাশ করতে শুরু করেছে দেশের মানুষ। কৃষকদের জন্য যে প্রতিশ্রুতি অন্তর্বর্তী বাজেটে সীতারমন রেখেছিলেন, তা থেকে কেন্দ্রের বিজেপি সরকার অনেকটাই বিচ্যুত। তাই বাকি প্রতিশ্রুতি আদৌ পূরণ করতে পারবেন কিনা কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তারই অপেক্ষা ২৩ জুলাই।

কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ঘোষণা করেন ২৩ জুলাই কেন্দ্রীয় বাজেট পেশ হবে। তার আগের দিন থেকেই বাজেট অধিবেশন শুরু হবে সংসদের দুই কক্ষে। এই বাজেট অধিবেশন চলবে ১২ আগস্ট পর্যন্ত। রাষ্ট্রপতির অনুমতিক্রমে দুই সদনের সদস্যদের উপস্থিতি অনুরোধ করা হয়েছে।

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...