Sunday, January 11, 2026

‘ঐতিহাসিক পদক্ষেপ’ না কর্মসংস্থান? ২৩ জুলাই বাজেটে কাকে অগ্রাধিকার কেন্দ্রের

Date:

Share post:

একদিকে পাহাড় প্রমাণ প্রত্যাশার চাপ। অন্যদিকে চমক। কেন্দ্রের মোদি সরকারের বাজেটে এবার কোনটি বেশি জায়গা পাবে, সামনে আসবে ২৩ জুলাই। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ঘোষণা করলেন ওই দিনই কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করবেন। ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছিলেন নির্মলা সীতারমন। রাজ্যের বেশ কিছু প্রকল্প অনুকরণ করে সেখানে বেশ কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। একক সংখ্যা গরিষ্ঠতা হারিয়ে সরকার গঠনের পরে কেন্দ্রের বিজেপি সরকার সেই সব প্রতিশ্রুতি রাখবে কিনা সেটাই প্রমাণিত হবে এই বাজেটে।

লোকসভার অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতির ভাসনে দ্রৌপদী মুর্মু জানিয়েছিলেন নতুন বাজেট ঐতিহাসিক পদক্ষেপ তুলে ধরবে। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি ঐতিহাসিক পদক্ষেপ এই বাজেটের ইউএসপি বলে দাবি করেছিলেন দেশের রাষ্ট্রপতি। যদিও যতবার ইতিহাসের দাবি করেছে বিজেপি শাসিত সরকার, ততবারই ইতিহাসের বিকৃতি দেশের সম্মানকে কালিমালিপ্ত করেছে। তবে ঐতিহাসিক পদক্ষেপের দিকে গুরুত্ব দিতে গিয়ে কী উন্নয়নের আশার আলো দেখতে পাবে না দেশের মানুষ, প্রশ্ন সাধারণ মানুষের।

প্রতিবার বাজেট পেশের আগে সমানভাবে গুরুত্ব পায় আয়কর ছাড়ের বিষয়টি। তবে এবার অনেক বেশি নজর থাকবে কর্মসংস্থানের দিকে। লোকসভা নির্বাচনে বিরোধীরা দেশের বেকারত্ব নিয়ে বিজেপিকে বিদ্ধ করেছে। যুব সম্প্রদায়ের হাতে কর্মসংস্থানের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে কংগ্রেসের ইস্তাহারে। সেই প্রতিশ্রুতিকে কীভাবে পাল্লা দেয় নির্মলা সীতারমনের বাজেট, সেটাও নজরে থাকবে ২৩ জুলাই। সেই সঙ্গে দেশের নারী, যুব ও মধ্যবিত্তদের জন্য বেশ কিছু প্রতিশ্রুতি অন্তর্বর্তী বাজেটে রেখেছিলেন সীতারমন। সেই প্রতিশ্রুতি কতটা রাখা হচ্ছে তা নিয়েও ইতিমধ্যে সন্দেহ প্রকাশ করতে শুরু করেছে দেশের মানুষ। কৃষকদের জন্য যে প্রতিশ্রুতি অন্তর্বর্তী বাজেটে সীতারমন রেখেছিলেন, তা থেকে কেন্দ্রের বিজেপি সরকার অনেকটাই বিচ্যুত। তাই বাকি প্রতিশ্রুতি আদৌ পূরণ করতে পারবেন কিনা কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তারই অপেক্ষা ২৩ জুলাই।

কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ঘোষণা করেন ২৩ জুলাই কেন্দ্রীয় বাজেট পেশ হবে। তার আগের দিন থেকেই বাজেট অধিবেশন শুরু হবে সংসদের দুই কক্ষে। এই বাজেট অধিবেশন চলবে ১২ আগস্ট পর্যন্ত। রাষ্ট্রপতির অনুমতিক্রমে দুই সদনের সদস্যদের উপস্থিতি অনুরোধ করা হয়েছে।

spot_img

Related articles

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...

মোদির গুজরাটে চোরাশিকার! উদ্ধার ৩৭টি বাঘ ছাল, ১৩৩টি নখ-দাঁত

আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের বিভিন্ন জঙ্গলে সাফারিতে যান। বিদেশ থেকে আনা নতুন বিভিন্ন...