বুধবার কোপা আমেরিকা কাপের সেমিফাইনালে নামছে আর্জেন্তিনা। প্রতিপক্ষ কানাডা। কোপার অভিযান এই কানাডাকে হারিয়ে করেছিল আর্জেন্তাইনরা। সেমিফাইনালে আবার সেই কানাডা। ফাইনালে যেতে গেলে হারাতেই হবে কানাডাকে। তবে সেই ম্যাচে নামার আগে লিও মেসিদের হুমকি কানাডার কোচ জেসে মার্চ।

এদিন তিনি বলেন, “ আমাদের সামনে দারুণ সুযোগ। ইতিবাচক ও আক্রমণাত্মক ফুটবল খেলব।আমরা শুধু ডিফেন্স করব না। আমরা নিজেদের খেলা খেলব। মেসিকে আমরা কড়া প্রহরায় রাখব।প্রথম ম্যাচে আমরা মেসিকে বেশি স্বাধীনতা দিয়েছি। আর্জেন্তিনার বিরুদ্ধে আমরা সেরা ম্যাচটা খেলব।“


হুঙ্কার দিয়েছেন কানাডার ফুটবলার ডেভিসও। তিনি বলেন, “ আমরা জানি, এই খেলার গুরুত্ব কী। জিতলে ফাইনালে উঠব। না হলে বিদায়। আর্জেন্তিনাও যে নিজের সেরাটা দেবে, সেটা আমরা জানি। তবে আমরাও ছেড়ে দেব না। আগের থেকে এবার আমাদের তাগিদ অনেক বেশি। লড়াই হবে।“ এরপর তিনি আরও বলেন, “ আমাদের নিজেদের সেরা খেলাটা খেলতে হবে। আমরা পিছিয়ে থেকে শুধু রক্ষণাত্মক ফুটবল খেলব না। আমরাও আক্রমণ করব। নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলব। আর্জেন্তিনাকে হারানোর চেষ্টা করব।”


