স্পেনের বিরুদ্ধে এমবাপেই ভরসা দেশঁ-এর

প্রশ্ন উঠছে এমবাপে কি পুরোপুরি ফিট।

আজ রাতে ইউরো কাপের প্রথম সেমিফাইনাল। আর প্রথম সেমিফাইনালে মঙ্গলবার ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন। স্প্যানিশদের তিকিতাকার পালটা যদি এমবাপে হন, তাহলে দিদিয়ের দেশঁকে অস্বস্তিতে রাখছে আতোঁয়া গ্রিজম্যানের ফর্ম। চলতি ইউরোতে একেবারেই ছন্দে নেই গ্রিজম্যান। অথচ মাঝমাঠে খেলা তৈরির গুরুদায়িত্ব গ্রিজম্যানের কাঁধে। যা পরিস্থিতি, স্পেনের বিরুদ্ধে গ্রিজম্যানকে বেঞ্চে বসিয়ে রাখার সম্ভাবনা। তাঁর বদলে শুরু থেকেই খেলতে পারেন ওসুমানে ডেম্বেলে। যিনি পর্তুগালের বিরুদ্ধে পরিবর্ত হিসাবে নেমে দুর্দান্ত খেলেছিলেন।

প্রশ্ন উঠছে এমবাপে কি পুরোপুরি ফিট। একে তো ভাঙা নাকে মাস্ক পরে খেলতে হচ্ছে ফরাসি তারকাকে। তার উপর পর্তুগাল ম্যাচের শেষদিকে ক্লান্ত হয়ে পড়েছিলেন বলে তাঁকে তুলে নেওয়া হয়েছিল। দেশঁ অবশ্য বলছেন, ‘‘কিলিয়ান শুরু থেকেই খেলবে। ও ১০০ শতাংশ ফিট না হলেও প্রতিপক্ষ ওকে নিয়ে চাপে থাকবে। কারণ ও কী করতে পারে, সেটা সবাই জানে। ভাঙা নাক নিয়েও দেশের স্বার্থে খেলে চলেছে। এটাই আমাদের ইতিবাচক দিক।’’ ফরাসি কোচ আরও যোগ করেছেন, ‘‘স্প্যানিশদের পাসিং ফুটবল দেখে আমি মুগ্ধ। ওদের সঙ্গে পাল্লা দিতে গেলে কিলিয়ানকে শুরু থেকেই খেলাতে হবে। ও নিজেও নতুন ইতিহাস গড়তে মরিয়া।’’

ফ্রান্সের বড় সমস্যা হল গোল-খরা। এবারের ইউরোতে এখনও পর্যন্ত কোনও ফরাসি ফুটবলার ফিল্ড গোল করতে পারেননি! হয় পেনাল্টি নয়তো আত্মঘাতী গোলে ম্যাচ জিতেছে ফ্রান্স। দেশঁ বলছেন, ‘‘এটা অবশ্যই চিন্তার বিষয়। তবে বড় মঞ্চে জ্বলে ওঠার মতো ফুটবলারের অভাব নেই আমার দলে। আমাদের লক্ষ্য সেমিফাইনালের শুরুতেই গোল তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে দেওয়া। পাশাপাশি মাঝমাঠের দখল নিজেদের হাতে নেওয়া। যাতে স্প্যানিশরা নিজেদের সহজাত পাসিং ফুটবল খেলতে না পারে।’’

আরও পড়ুন- আজ ইউরো কাপের সেমিফাইনালে মুখোমুখি স্পেন-ফ্রান্স

Previous articleএকনজরে আজকের পেট্রোল-ডিজেলের দাম 
Next article৩১বুথে বিজেপির শূন্য ভোট! ডবল ইঞ্জিন রাজস্থানে ধাক্কা