অগ্নিমূল্য বাজার নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স (Task force), পুলিশ এবং অন্যান্য বিভাগকে সক্রিয় হতে নির্দেশ দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবারই নবান্নে (Nabanna) বৈঠকে বসেছিলেন তিনি। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই সক্রিয় টাস্ক ফোর্স। বুধবার সকাল থেকেই কাঁকুড়গাছি ভিআইপি বাজার (VIP Bazar, Kankurgachi) ঘুরে দেখলেন রবীন্দ্রনাথ কোলে-সহ (Rabindranath Koley) টাস্ক ফোর্সের সদস্যরা। আসানসোল দুর্গাপুর-সহ বিভিন্ন জেলার বাজারে দেখা মিলল প্রশাসনিক কর্তাদের।

স্থানীয় সূত্রে জানা যায় এদিন ফোর্সের সদস্যরা বাজারে খুচরো ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং সবজির দামের বিষয়ে খোঁজখবর নেন। ক্রেতাদের সঙ্গেও কথা হয়েছে বলে জানা যাচ্ছে।এরপর একটি রিপোর্ট তারা তৈরি করবেন। সেই রিপোর্ট নবান্নে পাঠানো হবে। শাক সবজি থেকে মাছ-মাংস কিনতে গিয়ে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। মঙ্গলবারের বৈঠকের শুরুতেই আধিকারিক, টাস্ক ফোর্সের সদস্য ও বাজার কমিটির কর্তাদের মুখ্যমন্ত্রী বলেন, ‘সব্জির দাম এতটা বাড়ল কেন? মানুষের হেঁসেলে টান পড়েছে। এমন অবস্থা হয়েছে যে লোকে বাজার যেতে ভয় পাচ্ছে।’ তাপপ্রবাহ পরিস্থিতির জন্য সব্জির দাম বেড়েছে—এমন যুক্তি মানতে রাজি নন মুখ্যমন্ত্রী (CM)। মুনাফাবাজি ও কৃত্রিম চাহিদা সৃষ্টির পাশাপাশি মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারকেও কাঠগড়ায় তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
