Saturday, January 10, 2026

শনির দশা জ্যাকলিনের! আর্থিক তছরুপ মামলায় ফের বলি অভিনেত্রীকে তলব ইডির   

Date:

Share post:

২০০ কোটি টাকার আর্থিক তছরুপ (Money Laundering) মামলায় ফের বড়সড় বিপাকে পড়লেন বলিউড অভিনেত্রী (Bollywood Actress) জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। সূত্রের খবর, মামলার মূল অভিযুক্ত কনম্যান সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrasekhar) সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফের বলি অভিনেত্রীকে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ইডির অভিযোগ, কনম্যান সুকেশ চন্দ্রশেখর তাঁর অপরাধমূলক কাজ থেকে আয় করা অবৈধ টাকা জ্যাকলিনের জন্য উপহার কিনতে ব্যবহার করেছেন। সেকারণেই এদিন সকালেই অভিনেত্রীকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। তবে জ্যাকলিন এই মুহূর্তে হাজিরা দিতে গিয়েছেন কী না তা এখনও জানা যায়নি।

এদিকে চার্জশিটে ইডির দাবি, জ্যাকলিন ফার্নান্দেজ সুকেশ চন্দ্রশেখরের ফৌজদারি মামলায় জড়িত থাকার কথা জানতেন। পাশাপাশি সুকেশ যে বিবাহিত ছিলেন, জ্যাকলিন সেকথাও জানতেন। তবুও অভিনেত্রী সেবিষয়গুলি উপেক্ষা করে সুকেশের সঙ্গে আর্থিক লেনদেন করেছিলেন অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, অভিনেত্রী জ্যাকলিন অভিযুক্ত তথা প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জেনেশুনেই প্রতারণায় সামিল হয়েছেন। এই বিষয়ে ইতিমধ্যে জ্যাকলিনকে পাঁচবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তবে প্রতিবারই বলি অভিনেত্রী দাবি করেছেন, সুকেশের অপরাধপ্রবণতা সম্পর্কে তাঁর কিছুই নাকি জানা ছিল না। কিন্তু জ্যাকলিনের সেই অভিযোগকেই ধোপে টেকেনি।

২০০১ সাল থেকে অর্থ তছরুপ মামলায় জ্যাকলিন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন। অভিযোগ, সুকেশ চন্দ্রশেখর সমাজের উঁচুতলার ব্যক্তিদের ফাঁদে ফেলে আর্থিক প্রতারণা করতেন। এক বেসরকারি স্বাস্থ্য সংস্থার কর্তা শিবিন্দর মোহন সিংয়ের স্ত্রী অদিতি সিংয়ের থেকে ২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে সুকেশের বিরুদ্ধে।

 

spot_img

Related articles

বন্ধ হিন্দমোটর কারখানার পরিত্যক্ত আবাসনে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

হুগলির উত্তরপাড়ায় বন্ধ কারখানায় ১৬ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরী তার বন্ধুর সঙ্গে বন্ধ...

সামান্য কমল পারদ, রাজ্যে জারি শীতের স্পেল!

শনিবার সকালে ভরপুর শীতের (Winter) আমেজ। হাওয়া অফিস (Weather Department) বলছে শুক্রবার কলকাতার তাপমাত্রা বাড়লেও এদিন ফের নিম্নমুখী...

ধুলাগড়ের কাছে রাসায়নিক বোঝাই লরিতে আগুন, পুড়ে ছাই বাস – গাড়ি 

হাওড়ার ধুলাগড় বাসস্ট্যান্ডের (Dhulagar bus stand) কাছে রাসায়নিক বোঝাই লরিতে অগ্নিকাণ্ডের জেরে মুহূর্তে দাউ দাউ জ্বলে উঠল বাস।...

আজ বাঁকুড়ায় অভিষেকের রণসংকল্প যাত্রা ঘিরে উন্মাদনা তুঙ্গে

বারুইপুর, আলিপুরদুয়ার, বীরভূম, মালদহ ঠাকুরনগরের পর এবার রণসংকল্প যাত্রায় শনিবার বাঁকুড়ায় সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...