Wednesday, November 5, 2025

আরও ভাসবে উত্তরবঙ্গ! সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, চরম আশঙ্কায় পাহাড়বাসী

Date:

Share post:

দক্ষিণে সেভাবে দেখা না মিললেও টানা ভারী বৃষ্টির (Heavy Rain) জেরে রীতিমতো বিপর্যস্ত উত্তরবঙ্গ (North Bengal)। বুধবার হাওয়া অফিসের (Alipore Weather Office) তরফে পরিষ্কার জানানো হয়েছে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনও সম্ভাবনা আপাতত নেই। আর আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে আরও আশঙ্কায় দিন কাটাচ্ছেন পাহাড়ের বাসিন্দারা। তবে সময় যত গড়াচ্ছে পরিস্থিতি আরও বেগতিক হচ্ছে বলেই মত স্থানীয়দের। কিন্তু এই কঠিন পরিস্থিতি থেকে কবে মিলবে মুক্তি, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। এদিকে লাগাতার বৃষ্টির জেরে একদিকে যেমন ধস নেমে ১০ নম্বর জাতীয় সড়কের (NH 10) পাশাপাশি সিকিম-সহ উত্তরবঙ্গের একাধিক জায়গায় রীতিমতো বিপর্যস্ত জনজীবন।

এদিকে লাগাতার ভারী বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা, তোর্সা, জলঢাকা-সহ একাধিক নদী। এর জেরে নীচু এলাকাগুলিতে হু হু করে জল ঢুকতে শুরু করেছে। অন্যদিকে, কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হলেও কালিম্পংয়ের রাস্তার অবস্থা এখনও বেশ বেহাল। তবে দ্রুত তা মেরামত করার চেষ্টা করা হচ্ছে। এদিকে জলপাইগুড়িরও একই দশা। বিগত কয়েকদিন টানা বৃষ্টির জেরে সেখানকার একাধিক শহরে জল জমতে শুরু করলেও বর্তমানে জলস্তর ধীরে ধীরে নামতে শুরু করেছে বলে খবর। তবে লাগাতার খারাপ আবহাওয়ার জেরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও মাঝে মাঝেই বিপর্যয়ের কারণে ধস নেমে ১০ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ছে। যা স্বাভাবিক করতে রীতিমতো নাভিশ্বাস ওঠার জোগাড় স্থানীয় প্রশাসনের।

তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জোরকদমে চলছে উদ্ধারকাজ। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় দিনরাত এক করে পরিশ্রম করে চলেছে প্রশাসনের আধিকারিকরা। এদিকে সামগ্রিক পরিস্থিতিতে উত্তরবঙ্গকে ঘিরে উদ্বেগ ক্রমশ বাড়ছে। যেভাবে তিস্তা নদীর জল মূল রাস্তায় উঠে পড়েছিল সেটা আরও উদ্বেগ বাড়িয়েছে বাসিন্দাদের। সেই সঙ্গেই ফের অতিবৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। যার জেরে আশঙ্কায় ঘুম উড়েছে স্থানীয়দের।

spot_img

Related articles

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...

অবাধে কাজ করছে BLO-রা, কমিশনের ব্যাখ্যার পরেও কুৎসা! জবাব তৃণমূলের

অতি দ্রুত এসআইআর প্রক্রিয়া শুরু। একাধিক সমস্যার মধ্যেও সক্রিয়ভাবে যোগদান বিএলও-দের। বাড়ি বাড়ি ফর্ম ফিলাপের (form fill up)...

মদনমোহন মন্দিরে রাস উৎসবের সূচনা, ভক্তদের ভিড়ে মুখর কোচবিহার

রাজআমলের প্রথা মেনে কোচবিহারের মদনমোহন মন্দিরে শুরু হল রাস উৎসব। এদিন সন্ধ্যায় দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি ও কোচবিহারের...

বিজেপির এসআইআর ষড়যন্ত্র: ব্য়র্থ করে দিতে স্লোগান মুখ্যমন্ত্রীর

বাংলায় হালে পানি পাচ্ছে না বিজেপি। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির ‘আবকি বার ৪০০ পারে’র প্রচার মুখ থুবড়ে পড়েছে।...