সরকারি জমি দখলের অভিযোগে ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লক সহ সভাপতিকে বহিস্কার

সম্প্রতি মুখ্যমন্ত্রী ডাবগ্রাম-ফুলবাড়িতে জমি দখল নিয়ে প্রকাশ্য বৈঠক থেকে ক্ষোভ প্রকাশ করেন

ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লক সহ সভাপতি গৌতম গোস্বামীকে বহিষ্কার করল তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার সতর্ক করে বলেছেন, কোনও অবৈধ কাজের সঙ্গে কোনও নেতা , পদাধিকারী যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেলে দলে তার জায়গা হবে না। বৃহস্পতিবারের এই সিদ্ধান্ত সেই কথাই প্রমাণ করে দিল। অবৈধভাবে সরকারি জমি দখল করার অভিযোগে গৌতমের নাম জড়িয়ে গিয়েছিল। বেশ কিছুদিন ধরে অভিযোগ ওঠে, কোনও এক অজ্ঞাত কারণে এতদিন পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি।

সম্প্রতি মুখ্যমন্ত্রী ডাবগ্রাম-ফুলবাড়িতে জমি দখল নিয়ে প্রকাশ্য বৈঠক থেকে ক্ষোভ প্রকাশ করেন। এরপরই তৎপরতা শুরু হয়। কড়া পদক্ষেপ করে পুলিশ ও স্পেশাল অপারেশেন গ্রুপ। প্রথমে ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করে পুলিশ। তাকেও দল থেকে আগেই বহিষ্কার করা হয়েছে। দেবাশিস গ্রেফতার হওয়ার কয়েকদিনের মধ্যে পুলিশ গৌতম গোস্বামীকে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করে। শাসকদলের অন্দরেই বহিষ্কারের দাবি ওঠে। রাজ্য তৃণমূলের নির্দেশে জেলা তৃণমূল অফিসে সাংবাদিক বৈঠক করে বহিষ্কারের কথা জানান, তৃণমূলের জেলা সভাপতি মহুয়া গোপ। এই কড়া অবস্থানে একটা বিষয় স্পষ্ট, যে কোনও অনৈতিক কাজ করলে দল তাকে বহিস্কার করবে।