Saturday, August 23, 2025

মারাঠা রাজনীতিতেও শোনা যাবে মমতার হুংকার! উদ্ধবের হয়ে প্রচারে যাবেন তৃণমূল সুপ্রিমো

Date:

Share post:

মারাঠা রাজনীতিতেও এবার শোনা যাবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হুংকার! শুক্রবার, মুম্বইতে ‘মাতশ্রী‘-তে ঠাকরে পরিবারের সঙ্গে দেখা করার পরে এমনই কথা জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মহারাষ্ট্রের আসন্ন বিধানসভা নির্বাচনে উদ্ধব ঠাকরের হয়ে প্রচার করবেন তিনি।মুকেশ আম্বানি ছোটপুত্রের বিয়ে উপলক্ষে মুম্বইতে (Mumbai) রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। সেখানেই রাজনৈতিক বৈঠক করছেন। এদিন প্রথমে উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করেন তৃণমূল (TMC) সভানেত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “মুকেশজির আমন্ত্রণে রিসেপশনে যোগ দিতে এখানে এসেছি। সজ্জন জিন্দালও আমাকে যেতে বলেছেন। কিন্তু এই যাত্রায় তাঁর ওখানে যাওয়া সম্ভব হবে না। মুকেশজি, সজ্জনজি এঁরা সকলেই বাংলায় বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করেছেন। সজ্জন জিন্দালের দুটি পাওয়ারের প্রজেক্ট চলছে।” এর পরেই মহারাষ্ট্রে দল ভাঙিয়ে সরকার গড়ার জন্য বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, মুম্বইয়ে যেভাবে ৪৮টি আসন দখল করেছে বা বলা ভাল ভাঙিয়ে নিয়েছে তা নিন্দনীয়। মমতার (Mamata Banerjee) অভিযোগ, শুধু মুম্বইয়ে নয়, গোটা দেশে এই কাজ করছে বিজেপি। এমনকী শিবসেনার প্রতীকটাও কেড়ে নিয়েছে। তার পরেও বাঘের মতোই লড়ছেন উদ্ধবরা।

মহারাষ্ট্রের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ঠাকরে পরিবারের বাসভবনে গিয়ে উদ্ধব ঠাকরে ও তাঁর ছেলেকে পাশে বসিয়ে মারাঠাভূমিতে আগামী রাজনৈতিক কর্মসূচির কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট বলেন, মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে উদ্ধব ঠাকরের হয়ে প্রচারে আসবেন তিনি। এর আগেও তাঁর রাজনৈতিক সুহৃদ সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবের হয়ে প্রচারে গিয়েছিলেন মমতা। এবার মহারাষ্ট্রের নির্বাচনে উদ্ধবের পাশে দাঁড়াতে যাবেন মমতা।






spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...