Friday, January 30, 2026

মারাঠা রাজনীতিতেও শোনা যাবে মমতার হুংকার! উদ্ধবের হয়ে প্রচারে যাবেন তৃণমূল সুপ্রিমো

Date:

Share post:

মারাঠা রাজনীতিতেও এবার শোনা যাবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হুংকার! শুক্রবার, মুম্বইতে ‘মাতশ্রী‘-তে ঠাকরে পরিবারের সঙ্গে দেখা করার পরে এমনই কথা জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মহারাষ্ট্রের আসন্ন বিধানসভা নির্বাচনে উদ্ধব ঠাকরের হয়ে প্রচার করবেন তিনি।মুকেশ আম্বানি ছোটপুত্রের বিয়ে উপলক্ষে মুম্বইতে (Mumbai) রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। সেখানেই রাজনৈতিক বৈঠক করছেন। এদিন প্রথমে উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করেন তৃণমূল (TMC) সভানেত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “মুকেশজির আমন্ত্রণে রিসেপশনে যোগ দিতে এখানে এসেছি। সজ্জন জিন্দালও আমাকে যেতে বলেছেন। কিন্তু এই যাত্রায় তাঁর ওখানে যাওয়া সম্ভব হবে না। মুকেশজি, সজ্জনজি এঁরা সকলেই বাংলায় বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করেছেন। সজ্জন জিন্দালের দুটি পাওয়ারের প্রজেক্ট চলছে।” এর পরেই মহারাষ্ট্রে দল ভাঙিয়ে সরকার গড়ার জন্য বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, মুম্বইয়ে যেভাবে ৪৮টি আসন দখল করেছে বা বলা ভাল ভাঙিয়ে নিয়েছে তা নিন্দনীয়। মমতার (Mamata Banerjee) অভিযোগ, শুধু মুম্বইয়ে নয়, গোটা দেশে এই কাজ করছে বিজেপি। এমনকী শিবসেনার প্রতীকটাও কেড়ে নিয়েছে। তার পরেও বাঘের মতোই লড়ছেন উদ্ধবরা।

মহারাষ্ট্রের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ঠাকরে পরিবারের বাসভবনে গিয়ে উদ্ধব ঠাকরে ও তাঁর ছেলেকে পাশে বসিয়ে মারাঠাভূমিতে আগামী রাজনৈতিক কর্মসূচির কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট বলেন, মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে উদ্ধব ঠাকরের হয়ে প্রচারে আসবেন তিনি। এর আগেও তাঁর রাজনৈতিক সুহৃদ সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবের হয়ে প্রচারে গিয়েছিলেন মমতা। এবার মহারাষ্ট্রের নির্বাচনে উদ্ধবের পাশে দাঁড়াতে যাবেন মমতা।






spot_img

Related articles

রাজ্যের ঘরোয়া উৎপাদন বাড়ল: সংসদে তথ্য পেশ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের

২০২৪-২৫ অর্থবর্ষে বর্তমান মূল্যে পশ্চিমবঙ্গের নেট রাজ্য ঘরোয়া উৎপাদন - এনএসডিপি ৯.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬.৩২ লক্ষ কোটি...

আনন্দপুর-অগ্নিকাণ্ডে BJP-র দ্বিচারিতা: মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য মোদির, শুভেন্দু রাজ্যের কাছে চান ৫০ লাখ!

বিধানসভা নির্বাচনের আগে হওয়া গরম করতে বিজেপি নেতা ঘটনাস্থলে দাঁড়িয়ে মৃতদের পরিবার পিছু ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ...

পদ্মশ্রী টদ্দশ্রী‘-র পরে ‘Emni’ প্রসেনজিতের বাড়িতে দেব! ভুলবোঝাবুঝি সামলে দায়িত্বপালন জ্যেষ্ঠপুত্রের

একেবারে দেবের(Dev) সিগনেচার নেচার। খারাপ কথা বলে, আবার মন গলাতে ক্ষমা প্রার্থনা। বুধবার ইম্পার ডাকা স্ক্রিনিং কমিটির বৈঠকে...

অনিশ্চিত! বিএলও-র কাজ করলে কীভাবে মাধ্যমিকের গার্ড: প্রশ্ন তুলে কমিশনকে চিঠি পর্ষদের

সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা পরিচালনা করতে লাগবে ৫০ হাজার শিক্ষক। অথচ কত শিক্ষকে পাবে মধ্যশিক্ষা পর্ষদ...