Monday, May 19, 2025

স্বচ্ছ ভারত মিশনের কাজ করবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, সিদ্ধান্ত রাজ্য সরকারের

Date:

Share post:

রাজ্যের গ্রামীণ এলাকায় কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত মিশন প্রকল্প সফল ভাবে রূপায়ণ করতে রাজ্য সরকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের যুক্ত করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এবার থেকে গ্রাম পঞ্চায়েতগুলিকে বাদ দিয়ে গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীকে সামনে রেখে বিডিও-রা সরাসরি এই কেন্দ্রীয় প্রকল্প রূপায়ন করবেন। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন সচিব পি উলুগানাথন জেলাশাসকদের চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

গ্রামের মানুষের মধ্যে শৌচালয়ের প্রয়োজনীয়তা সচেতনতা প্রচারের কাজ মহিলারা বেশি ভালো ভাবে করতে পারবে বলে রাজ্য সরকার মনে করে। তাই স্বনির্ভর গোষ্ঠীগুলিকে একাজে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া নিয়েছে। এই মুহূর্তে রাজ্যে পঞ্চায়েত এলাকায় ১২ লক্ষ ৫ হাজার ৯৪৬টি মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। যাদের সদস্য সংখ্যা ১ কোটি ২২ লক্ষ ৭৬৪ জন। পঞ্চায়েত সচিব চিঠিতে ১৫ অগস্টের মধ্যে এই কর্মসূচি শেষ করার জন্য জেলাশাসকদের জানিয়ে দিয়েছেন। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিজ এলাকায় সচেতনতা প্রচারের পাশাপাশি গ্রামের কোন বাড়িতে শৌচালয় রয়েছে, কোথায় নেই, তার তালিকা তৈরি করেছেন। তা গত সপ্তাহেই সংশ্লিষ্ট ব্লকের বিডিওদের কাছে জমা পড়ার কথা।বিডিও এরপর এই তালিকা নিয়ে সরকারি পোর্টালে যাচাই করে উপভোক্তাদের চূড়ান্ত তালিকা তৈরি করবেন। নিয়ম মতো কাজ শেষ হলেই সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে শৌচালয় নির্মাণের টাকা পৌঁছে দেওয়া হবে।

আরও পড়ুন- ‘হকার উচ্ছেদ ও নিয়ন্ত্রণের মধ্যে তফাৎ আছে’, বিরোধীদের অপপ্রচার ভেস্তে দিয়ে জবাব ফিরহাদের

 

spot_img

Related articles

বাংলাদেশকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়ন ভারত

রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশকে হারিয়ে অনুর্দ্ব-১৯ সাফকাপ(U-19 SAFF CUP) চ্যাম্পিয়ন ভারত। পেনাল্টিতে বাংলাদেশকে ৪-৩ গোলে হারাল মেন ইন ব্লুজ...

রাম-রাম রাজনীতির বোঁড়ে অভয়ার বাবা-মা! আচমকাই হাজির শিক্ষক আন্দোলন মঞ্চে

রাজ্য সরকার অপরাধীকে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তির পথ সুগম করেছিল। আদালতে বিচারাধীন এই মামলা এখনও বিচার দিতে...

খুশির আবহ দার্জিলিং চিড়িয়াখানায় ! দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম দিল “রের”

সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা থেকে। স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’-র ঘরে এসেছে নতুন অতিথি। ১৩ মে রাতে ওই...

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...