Friday, November 28, 2025

আজ উপনির্বাচনের ফল ঘোষণা, কড়া নিরাপত্তায় চার কেন্দ্রের ভোট গণনা শুরু

Date:

Share post:

বাংলার চার বিধানসভা কেন্দ্রে আজ উপনির্বাচনের ফল ঘোষণা (By election result)। রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং মানিকতলা বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হয়েছে। গত বুধবার বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবে ভোটপর্ব মিটেছে। সবচেয়ে বেশি ভোট পড়ে রায়গঞ্জে। সেখানে ভোটের হার ৭১.৯৯ শতাংশ। এ ছাড়া, নদিয়ার রানাঘাট দক্ষিণে ভোট পড়ে ৭০.৫৬ শতাংশ, উত্তর ২৪ পরগনার বাগদায় ভোট পড়ে ৬৮.৪৪ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছিল কলকাতার মানিকতলায় (৫৪.৯৮ শতাংশ)। এদিন শুরুতেই বিভিন্ন গণনাকেন্দ্রে চলছে পোস্টাল ব্যালটের ভোটগণনা। এর পর ইভিএমের (EVM) ভোট গোনা শুরু হবে বলে জানা যাচ্ছে। গণনাকেন্দ্রে রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দিয়ে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

সকাল ৮টা থেকে ভোটগণনা শুরু হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। রায়গঞ্জে তৃণমূল প্রার্থীর নাম কৃষ্ণ কল্যাণী। বিজেপি ওই কেন্দ্রে মানসকুমার ঘোষকে প্রার্থী করেছে। কংগ্রেস প্রার্থী করেছে মোহিত সেনগুপ্তকে। বাগদা লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বনগাঁর মতুয়া ঠাকুরবাড়ির কন্যা মধুপর্ণা ঠাকুরের সঙ্গে মূলত লড়াই বিজেপির বিনয়কুমার বিশ্বাসের। এই কেন্দ্রে বামেদের তরফে প্রার্থী দিয়েছে ফরোয়ার্ড ব্লক। লড়ছেন গৌরাদিত্য বিশ্বাস। রানাঘাট দক্ষিণে জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। মানিকতলায় প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে টিকিট দিয়েছে তৃণমূল। এ ছাড়া, ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে এবং সিপিএমের প্রার্থী রাজীব মজুমদার। এই কেন্দ্রে গণনা শুরু হওয়ার পর জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী বলেন, ‘‘আমরা এখানে রেকর্ড ব্যবধানে জিততে চলেছি।”


spot_img

Related articles

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...

বিচারক নিয়োগ নিয়ে PSC-র বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাই কোর্টে

বিচারক নিয়োগে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-র জুডিশিয়াল সার্ভিস (Judicial Service) পরীক্ষার জন্যে জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে...

ইচ্ছে মতো নয়, সেমিস্টার পিছু ফি বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

সেমিস্টারের নামে অতিরিক্ত ফি (Fee) নেওয়াতে রাশ টানতে নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (Council Of Higher Secondary...