Thursday, August 21, 2025

জেলের মধ্যেই কেজরিওয়ালের জীবন নিয়ে খেলছে মোদি সরকার! বিস্ফোরক আপ সাংসদ 

Date:

Share post:

সুপ্রিম কোর্ট (Supreme Court of India) ইডির (Enforcement Directorate) দায়ের করা আবগারি মামলায় মামলায় স্বস্তি দিলেও জেলমুক্তি হয়নি। তিহাড়েই রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal)। এরমধ্যেই গুরুতর অভিযোগ আদমি পার্টির(Aam Admi Party)। দলের তরফে জানানো হয়েছে, অনেকটাই ওজন কমে গেছে কেজরিওয়ালের। শনিবার আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংয়ের দাবি, গ্রেফতারির পর থেকে এখনও পর্যন্ত ৫ বার সুগার ফল করেছে কেজরিওয়ালের। ওজন আরও ৮.৫ কিলো কমে গেছে!

তবে এখানেই শেষ নয়। এদিন বিজেপি সরকারের বিরুদ্ধে আপ সাংসদের গুরুতর অভিযোগ, জেলের মধ্যে নাকি ঠিকভাবে কেজরিওয়ালের দেখভাল করতে দেওয়া হচ্ছে না। এতে দিল্লির মুখ্যমন্ত্রী কঠিন রোগেও আক্রান্ত হতে পারেন। ইচ্ছা করেই এসব করতে চাইছে মোদি সরকার। আপ নেতার আরও অভিযোগ, জেলের মধ্যে কেজরিওয়ালের উপর অত্যাচার করতে চাইছে বিজেপি। আর সেকারণেই আপ প্রধানের জীবন নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছেন।

উল্লেখ্য, গ্রেফতারির সময়ে দিল্লির মুখ্যমন্ত্রীর ওজন ছিল ৭০ কিলো। আর এখন তা কমে হয়েছে ৬১.৫। ক্রমাগত এইভাবে ওজন কমে যাওয়ার বিষয়টিকে একেবারেই ভালো চোখে দেখছেন না আপ নেতৃত্ব। মোটেই স্বাভাবিক নয়। অথচ তাঁকে কোনও পরীক্ষা করতে দেওয়া হচ্ছে না। সঞ্জয় সিং সাফ বলছেন, এইভাবে প্রতিদিন সুগার লেভেল পড়তে থাকলে যে কেউ যখন-তখন কোমায় চলে যেতে পারেন। আবগারি দুর্নীতি মামলায় লোকসভা ভোটের মুখে গত ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল ইডি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট কেজরিওয়ালকে জামিন দিলেও আপাতত জেল থেকে বেরতে পারছেন না তিনি। কারণ ইতিমধ্যেই সিবিআই তাঁকে জেলেই গ্রেফতার করেছে। সেই মামলায় এখনও জেল হেফাজতে আছেন তিনি।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...