Sunday, January 11, 2026

আজ উইম্বলডন ফাইনাল, মুখোমুখি জকোভিচ-আলকারেজ

Date:

Share post:

আজ উইম্বলডন ফাইনাল। রবিবার সন্ধ্যায় উইম্বলডেনর ফাইনালে মুখোমুখি কার্লোস আলকারেজ ও নোভাক জকোভিচ। গতবারের চ্যাম্পিয়ন বনাম সাতবারের চ্যাম্পিয়ন। স্প্যানিশ তরুণের সামনে সুযোগ টানা দ্বিতীয়বার ঘাসের কোর্টে ট্রফি জেতার। অন্যদিকে, সার্ব টেনিস তারকা সামনে কেরিয়ারের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি।

উইম্বলডনের ফাইনালে উঠলেও আলকারেজ যে জোকোভিচকে হারিয়ে দেবেন, এটা অনেকেই ভাবতে পারেননি। গত বছর সেটাই করেছিলেন স্পেনের খেলোয়াড়। চার ঘণ্টা ৪২ মিনিটে পাঁচ সেটের লড়াইয়ে জিতেছিলেন।আবার রবিবার ফাইনাল। তবে তার আগে আলকারেজের মুখে ফুটবলের কথা। রবিবারই আবার ইউরোর ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে স্পেন। আলকারেজ তাই বলছেন, ‘‘রবিবার স্প্যানিশদের জন্য আদর্শ দিন হতে পারে। সন্ধেবেলায় আমি উইম্বলডন ফাইনাল খেলব। রাতে স্পেন ইউরোর ফাইনাল খেলবে। দুটো ম্যাচই যদি আমরা জিতি, তাহলে স্প্যানিশদের কাছে এর থেকে ভাল উপহার আর কী হতে পারে!’’ নিজে টেনিস তারকা। যদিও ফুটবলও আলকারেজের অন্যতম প্রিয় খেলা। তিনি বলছেন, ‘‘স্পেন এবার দুর্দান্ত খেলছে। দলের কয়েকজন ফুটবলারের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হয়। ওদের ফাইনালের জন্য শুভেচ্ছা জানিয়েছি। আশা করি, রবিবার জোড়া জয়ের স্বাদ পাবেন স্প্যানিশরা।“

এদিকে, জকোভিচ আবার বলছেন, ‘‘বিশ্বাসই হচ্ছে না আমি উইম্বলডন ফাইনালে! টুর্নামেন্ট শুরুর ৮ দিন আগে লন্ডন এসেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত কোর্টে নামতে পারব কিনা, তা নিয়ে দোলাচলে ছিলাম। টুর্নামেন্ট শুরু ৩-৪ দিন আগেও জোর দিয়ে বলতে পারিনি খেলবই।’’ তিনি আরও বলেন, ‘‘প্র্যাকটিসে বিশ্বের প্রথম সারির কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে কয়েকটা সেট খেলার পর বুঝতে পারি, শুধু কোর্টে নামাই নয়, অনেক দূর এগোতে পারব।“

আরও পড়ুন- আজ ইউরো কাপের ফাইনাল, ট্রফির খরা কাটাতে মরিয়া ইংল্যান্ড


spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...