সুপ্রিম কোর্টে স্থগিত DA মামলার শুনানি, আরও সময় চাইল রাজ্য সরকার

শীর্ষ আদালতে উঠলেও সোমবারেও হল না DA মামলা শুনানি। আরও সময় চাইল রাজ্য সরকার। ফলে এদিন মামলাটির শুনানি স্থগিত হয়ে যায়। পরে শুনানির নতুন তারিখ দেবে সুপ্রিম কোর্ট (Supreme Court)।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে রাজ্য সরকার বেশ কয়েকদফায় রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দেওয়া সত্ত্বেও, কেন্দ্রীয় হারে ও বকেয়া ডিএ-র দাবিতে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা করেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। কেন্দ্রের সমতুল ৩১ শতাংশ হারে ডিএ দিতে ২০২২ সালের ২০ মে রাজ্যকে নির্দেশ দেয় হাই কোর্ট। ওই বছরই উচ্চ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। ২৮ নভেম্বর প্রথম বার সুপ্রিম কোর্টে ওঠে ডিএ মামলা। রাজ্যের হয়ে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিঙঘভি। জানান, হাই কোর্টের রায় মানতে হলে প্রায় ৪১ হাজার ৭৭০ কোটি টাকা ব্যয় হবে। রাজ্য সরকারের পক্ষে এই মুহূর্তে ওই আর্থিক বোঝা বহন করা কঠিন। এর পর বারবার শুনানি পিছিয়ে যায় শীর্ষ আদালতে। ২০২৩-এর ১ ডিসেম্বর মামলাটির শেষ বার শুনানি হয়। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বিস্তারিত শুনানি প্রয়োজন আছে বলে জানায় সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ। কিন্তু সময়ের অভাবে মামলাটির আর শুনানি হয়নি।

রাজ্য আরও সময় চাওয়ায়, এদিন ফের সুপ্রিম কোর্টে DA মামলার শুনানি স্থগিত হয়ে গেল। এই পরিস্থিতিতে এখনই এই মামলার নিষ্পত্তি হওয়ার সম্ভবনা খুবই কম বলে মনে করছেন আইনজীবীদের একাংশ।






Previous articleবলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের সঙ্গে হার্দিক পান্ডিয়ার সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে
Next articleএবার মধ্যপ্রদেশ হাই কোর্টে জমা পড়ল ভোজশালার ‘বৈজ্ঞানিক সমীক্ষা’র রিপোর্ট