করোনায় আক্রান্ত রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। ভর্তি করা হয়েছে ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে। কয়েকদিন ধরেই জ্বর-সর্দিকাশিতে ভুগছিলেন তিনি। এদিন হাসপাতালে রুটিন পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে। প্রাক্তন অর্থমন্ত্রীর জন্য গঠন করা হয়েছে মেডিক্যাল বোর্ড। তবে চিকিৎসকরা জানিয়েছেন, আক্রান্ত প্রাক্তন মন্ত্রীর শারিরীক পরিস্থিতি মোটেই উদ্বেগজনক নয়। নিয়ম মেনেই চিকিৎসা চলছে।

আরও পড়ুন- চলচ্চিত্র নির্মাণ-সম্পাদনা করতে আগ্রহী? বিশেষ কোর্স চালু করছে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম অ্যাকাডেমি
