মুম্বই এক্সপ্রেসওয়েতে (Mumbai Expressway) ভয়াবহ পথ দুর্ঘটনা। মধ্যরাতে বাস- ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলেই মৃত ৫। পুলিশ সূত্রে জানা যায় তীর্থযাত্রীদের নিয়ে দম্বিভিলির (Dombivli) কেশর গ্রাম থেকে মহারাষ্ট্রের (Maharashtra) পান্ধারপুরের (Pandharpur) দিকে যাচ্ছিল বাসটি। ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে তীর্থযাত্রী বোঝাই বাস টাল সমলাতে না পেরে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর মিলেছে। আহত ৪৫ জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

নবি মুম্বইয়ের ডিসিপি বিবেক পানসারে (Vivek Pansare) বাস যাত্রীরা ‘আসাধি একাদশী’ পালনের জন্য পান্ধারপুর যাচ্ছিলেন। খাদে পড়ে যাওয়া বাসটিকে ক্রেনের সাহায্যে উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত পরিস্থিতি সামাল দেয়। দুর্ঘটনার জেরে মুম্বই এক্সপ্রেসওয়েতে প্রায় চার ঘণ্টা তীব্র যানজটের সৃষ্টি হয়। দুই গাড়ির চালক নেশাগ্রস্ত ছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
