বেসরকারি নার্সিং স্কুলের বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ, উত্তেজনা গড়িয়ায়

চাকরির গ্যারান্টি দিয়েই ভুয়ো নার্সিং স্কুলে (Fraud Nursing School) ভর্তির অভিযোগ, আর্থিক জালিয়াতির বিরুদ্ধে সরব পড়ুয়ারা। গড়িয়া স্টেশন সংলগ্ন শ্রীনগর জল গলি এলাকার এক নার্সিং প্রতিষ্ঠানের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় (Narendrapur Police Station) অভিযোগ দায়ের। আটক সংস্থার কর্ণধার মানিকলাল জানা (Maniklal Jana)।

দিনের পর দিন পড়ুয়াদের চাকরি এবং শংসাপত্রের গ্যারান্টি দিয়ে নার্সিং স্কুলে ভর্তি করানো হতো বলে অভিযোগ। শুধু তাই নয়, আসল মার্কশিট-সহ নানা নথি আটকে রেখে লক্ষাধিক টাকা পর্যন্ত জমা নেওয়া হয়। এক্স কলেজে পড়ানো হবে বলে প্রতিশ্রুতি দিয়ে অন্য কলেজে পড়ানোর ব্যবস্থা করা হয়। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে পড়ুয়ারা টাকা ফেরত চাইতে গেলে সংস্থার মালিক গোটা বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন বলে অভিযোগ। শুধু তাই নয় পড়ুয়াদের সঙ্গে দুর্ব্যবহারও করা হয়। সোমবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় উত্তেজিত ছাত্রীরা। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে নরেন্দ্রপুর থানার পুলিশ।ধৃত মানিকলাল জানা টাকা দেওয়ার কথা অস্বীকার করে বলেন এখানকার পড়াশুনা যাদের পছন্দ হচ্ছে না তাঁরাই মিথ্যে অভিযোগ করেছেন। তদন্তে পুলিশ।


Previous articleজয়ন্ত সিং – সৈকত মান্নাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে পুলিশ!
Next articleশহরে চলে এলেন লাল-হলুদের নতুন তারকা মাদিহ তালাল