‘ক্ষমতা এবং খ্যাতি বদলে দিয়েছে বিরাট কোহলি’, সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই বললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অমিত মিশ্র। কোহলিকে নিয়ে এমন মন্তব্য করলেও, প্রশংসায় ভরিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মার। অমিতের কথায়, মানুষ হিসাবে বিরাট এখন বদলে গিয়েছেন। তবে একইরকম আছেন ভারত অধিনায়ক রোহির শর্মা।

এক ইউটিউব সাক্ষাৎকারে অমিত মিশ্র বলেন, “ মিথ্যে বলব না, ক্রিকেটার হিসাবে বিরাটকে সম্মান করি। কিন্তু ওর সঙ্গে আমার সম্পর্ক আর আগের মতো নেই।আমি বিরাটকে বদলে যেতে দেখেছি। আমাদের এখন আর কথাই হয় না। যখন মানুষ যশ, খ্যাতিলাভ করে, তখন মনে করে অন্যরা তাঁর কাছে সেটার লোভেই কথা বলতে চাইছে। আমি কখনও সেটা করিনি। চিকুকে (বিরাটের ডাক নাম) আমি চিনি ১৪ বছর বয়স থেকে। শিঙাড়া খেত। রোজ রাতে পিৎজা খেত। সেই চিকুর সঙ্গে অধিনায়ক বিরাট কোহলির তফাত অনেক। আমার সঙ্গে দেখা হলে সম্মান দেয়। কিন্তু আগের মতো সেই সম্পর্কটা আর নেই।“

বিরাটের কথা বলতে বলতে রোহিতকে নিয়েও মুখ খোলেন অমিত মিশ্র। তিনি হিটম্যান সম্পর্কে বলেন, “ রোহিত আর বিরাট দু’ধরনের মানুষ। রোহিতের সঙ্গে প্রথম যেদিন দেখা হয়েছিল, তখন যে রকম ছিল এখনও সে রকমই আছে। এটাই ওর সব থেকে ভাল দিক। আপনারাই বলুন, এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে ভাল লাগবে, না কি যে পরিস্থিতি অনুযায়ী পাল্টে যায়, তার সঙ্গে? আমি দীর্ঘদিন জাতীয় দলে নেই। রোহিতকে কিছু বলতে গেলে আমাকে ভাবতে হয় না, ও কী ভেবে বসবে।“

আরও পড়ুন- শহরে চলে এলেন লাল-হলুদের নতুন তারকা মাদিহ তালাল
