Sunday, August 24, 2025

নিমতৌড়িতে প্রস্তুতি সভা: কেন্দ্রে বিকল্প সরকার হলে দলনেত্রীর হাত শক্তিশালী করার বার্তা কুণালের

Date:

Share post:

আসন্ন ২১ জুলাইয়ের সমাবেশের প্রস্তুতি সভা করতে আজ, মঙ্গলবার ফের পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে এসেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তমলুকের নিমতৌড়ি স্মৃতিসৌধে তমলুক ও কাঁথি সাংগঠনিক জেলার নেতাদের নিয়ে বৈঠক করেন কুণাল। তিনি বলেন, এবারের ২১ শে জুলাই এর তাৎপর্য তিনটি। প্রথমত বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বজায় রাখতে হবে। দ্বিতীয়ত, বাংলার প্রতি কুৎসা, বিজেপির বঞ্চনা, এজেন্সি এগুলো রুখে দিতে হবে। তৃতীয়ত, বাংলাকে তৃণমূলের দূর্ভেদ্য দূর্গে পরিণত করার পাশাপাশি দেশ থেকে বিজেপি সরকারকে উৎখাত করে যে বিকল্প সরকার হবে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরও বেশি করে শক্তিশালী করতে হবে। ২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দিক নির্দেশ করবেন।

আত্ম সমালোচনা করে কুণাল বলেন,তমলুক এবং কাঁথি দুটো আসনে আমাদের জেতা উচিত ছিল। বিজেপি নিজেদের যোগ্যতায় জেতেনি। আমাদের নিজেদের ঘর সামলাতে হবে। কেন আমরা দুটো আসন জিততে পারলাম না সে প্রশ্ন তোলেন তিনি। না জেতার কারণ আমাদের খুঁজে বের করতে হবে। ২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচিকে সামনে রেখে জেলায় তৃণমূলকে জনসমর্থন ফিরে পেতে হবে। তার স্পষ্ট কথা, একুশে জুলাই এর জনস্রোত মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও শক্তিশালী মনোভাব নিয়ে এগিয়ে যেতে উৎসাহ দেয়।

নিমতৌড়ির সভায় কাঁথি এবং তমলুক সাংগঠনিক জেলার দলের পদাধিকারীরা ছাড়াও দলের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।তিনি বলেন, একুশে জুলাই আমরা শপথ নেব ২৬’এর নির্বাচনে সাফল্য নিয়ে আসার জন্য। কুণালের সাফ কথা, উপনির্বাচনে আমরা এক হয়ে লড়তে পেরেছি বলেই বিজেপির তিনটে জেতা আসন আমরা ছিনিয়ে নিতে পেরেছি। মানিকতলায় রেকর্ড ৬৩ হাজার ভোটে জিতে বিজেপির মুখে আমরা ঝামা ঘষে দিয়েছি। পূর্ব মেদিনীপুরেও তা সম্ভব। বিজেপি নেতাদের শত্রু ভাবুন, কিন্তু মনে রাখতে হবে যে নিজেদের ঘর সামলাতে হবে। কোনও হতাশা নয়, যা করতে চাইছেন দিনের আলোয় করুন, রাজ্য নেতৃত্ব সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আশ্বাস কুণালের। একুশে জুলাই ঘুরে দাঁড়ানোর লড়াই।

 

spot_img

Related articles

পণের দাবিতে স্ত্রীকে ‘খুন’, এনকাউন্টারে ধরা পড়েও আফশোষ নেই খুনি স্বামীর!

স্করপিও গাড়ি পেয়েও নিস্তার নেই। দেওয়া হয়েছে আরও একটি গাড়ি। দিতে হবে আরও ৩৬ লক্ষ। নয় বছর ধরে...

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ...

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...