বিজেপির ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সঙ্গিনী মুসলিম হওয়ার ‘অপরাধে’ মুম্বইয়ে ভাড়ায় বাড়ি পাচ্ছেন না ভীমা কোরেগাঁও মামলার অন্যতম অভিযুক্ত সাংবাদিক তথা সমাজকর্মী গৌতম নওলাখা (Goutam Naolakha)। শর্তসাপেক্ষ জামিনে মুক্ত রয়েছেন গৌতম। দিল্লির বাসিন্দা হলেও জামিনের শর্ত হিসাবে তাঁকে মুম্বইতেই (Mumbai) থাকতে হবে। কিন্তু তাঁর সঙ্গিনী সাহবা হুসেনের নাম শুনেই কেউ বাড়ি ভাড়া দিতে রাজি হচ্ছেন না বলে অভিযোগ গৌতমদের। মহারাষ্ট্রের ভীমা-কোরেগাঁওয়ে ২০১৮-র ১ জানুয়ারি দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধে। মৃত্যু হয় এক দলিত যুবকের। এই মামলাতেই গ্রেফতার হয়েছিলেন গৌতম নওলাখাকে (Goutam Naolakha)। তার সঙ্গেই গ্রেফতার করা হয় সোমা সেন, সুধা ভরদ্বাজ, ভারভারা রাও, হানি বাবু, সুধীর ধাওয়ালে, অরুণ পেরেরা, রোনা উইলসন, আনন্দ তেলতুম্বডে, ভার্নন গঞ্জালভেস, সুরেন্দ্র গ্যাডলিং-সহ অনেককে। পুণে পুলিশের অভিযোগ ছিল, ওই সমাবেশের সঙ্গে নিষিদ্ধ রাজনৈতিক দল সিপিআই (মাওবাদী)-এর প্রত্যক্ষ যোগ ছিল। স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত কারণে গৃহবন্দি রাখার প্রস্তাব দিয়ে, ২০২২ সালে মুক্তির আবেদন করেন গৌতম। আদালত তা মঞ্জুর করে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে (Supreme Court) যায় এনআইএ। কিন্তু এনআইএর আবেদন খারিজ করে গৌতমকে গৃহবন্দি রাখার পক্ষেই রায় দেয় শীর্ষ আদালত। গত মে মাসে তাঁকে গৃহবন্দি অবস্থা থেকেও মুক্তি দেওয়া হয়। কিন্তু তাঁকে মুম্বইতে থাকতে হবে এই শর্ত রয়েছে।

এই পরিস্থিতিতে মুম্বই, নভি মুম্বই কিংবা আন্ধেরিতে ভাড়াবাড়ির খোঁজ করছেন গৌতম ও সাহবা। কিন্তু বাড়ি ভাড়া কেউ দিতে চাইছে না বলে অভিযোগ তাঁদের। সর্বভারতীয় সংবাদপত্রকে প্রসঙ্গে সাহবা জানান, “আমার নাম-পদবি শুনে কেউ বাড়ি ভাড়া দিতে রাজি হচ্ছেন না। একজন তো বললেই দিলেন, আমি যেন ধর্ম পরিবর্তন করে নিই। আমি তাঁকে জানিয়েছি, সম্পর্কের জন্য ধর্ম পরিবর্তন করব না।”

BJP সরকারের আমলে গণতান্ত্রিক দেশে এই ধরনের ধর্মীয় বিভেদের বিষ ছড়ানোয় হতাশ এবং ব্যথিত গৌতম-সাহবা। ডবল ইঞ্জিন সরকারের মহারাষ্ট্রে এই সাম্প্রদায়িকতার শিকড় যে অনেক গভীরে এই ঘটনা তারই প্রমাণ।
