Tuesday, November 4, 2025

আততায়ীদের গু.লিতে নি.হত শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার ধাম্মিকা নিরোশানা, কারণ খুঁজছে পুলিশ

Date:

Share post:

বিশ্ব ক্রিকেটে নেমে এল শোকের ছায়া। আততায়ীদের গুলিতে নিহত শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার ধাম্মিকা নিরোশানা। ১৬ জুলাই মঙ্গলবার রাতে নিজের বাড়িতে তাকে খুন করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরোশানা বাড়িতেই পরিবারের সঙ্গে ছিলেন, সেই সময় আততায়ীরা তাকে গুলি করে।পুলিশ জানিয়েছে, আম্বালানগোডায় তার বাড়িতে তিনি গতরাতে পরিবারের সঙ্গে ছিলেন। তার সঙ্গে ছিলেন স্ত্রী ও দুই সন্তান। সেই সময় আততায়ী তাঁর বাড়িতে প্রবেশ করে গুলি চালায়। গুলি চালানোর প্রকৃত কারণ জানা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, আততায়ীর সংখ্যা অনেক বেশি। কারণ জানা যায়নি। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে এবং ঘটনার পিছনে কে বা কারা যুক্ত সেটা খতিয়ে দেখছে পুলিশ।

জানা গিয়েছে, ৪১ বছর বয়সি এই প্রাক্তন ক্রিকেটার শ্রীলঙ্কার অনূর্ধ্ব ১৯ দলের সদস্য ছিলেন। ২০০০ সালে সিঙ্গাপুরের বিরুদ্ধে শ্রীলঙ্কার দলের জার্সিতে অভিষেক হয়েছিল তার। তিনি অনূর্ধ্ব ১৯ ও ওডিআই ক্রিকেট খেলেছিলেন দুই বছর। তিনি ১০টা ম্যাচে দলকে নেতৃত্বও দেন। ২০০২ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নিরোশান পাঁচটি ইনিংস খেলে ১৯.২৮ গড়ে নেন সাতটি উইকেট। ক্লাব ক্রিকেটে তিনি চিলো মারিয়ানা ক্রিকেট ক্লাব ও গল ক্রিকেট ক্লাবে খেলেন।ধাম্মিকা নিরোশান জ্যোতি নামে পরিচিত ছিলেন। তিন ১৯৮৩ সালে গলে জন্মগ্রহণ করেন। তিনি মোট ১২টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেন এবং রান করেন ২৬৯। রয়েছে ১৯টা উইকেট। লিস্ট এ- ম্যাচে তিনি আটটা ম্যাচ খেলে ৪৮ রান করেন ও পাঁচটি উইকেট নেন।

ধাম্মিক নিরোশানের মৃত্যুতে শোকের ছায় নেমে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেটে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তার মৃত্যু এমন সময় হল যখন শ্রীলঙ্কার ক্রিকেটের ভরা মরশুম। ১৯ জুলাই শুরু হচ্ছে মহিলাদের এশিয়া কাপ। এরপর ভারতের পুরুষ ক্রিকেট দল যাবে শ্রীলঙ্কা সিরিজ খেলতে। এই ক্রিকেট মরশুমের জন্য অনেক বিদেশি প্লেয়ার এখন শ্রীলঙ্কাতে রয়েছেন। সেখানে প্রাক্তন ক্রিকেটারের বাড়িতে প্রবেশ করে গুলির ঘটনায় ক্রিকেটাররা বেশ আতঙ্কিত। এই পরিস্থিতিতে এখন ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করাই শ্রীলঙ্কা প্রশাসনের লক্ষ্য।

 

spot_img

Related articles

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...