Monday, January 12, 2026

রাস্তায় গড়াগড়ি ‘বেসামাল’ বিজেপির যুবমোর্চার সভাপতির! ছবি পোস্ট করে মোক্ষম খোঁচা কুণালের

Date:

Share post:

বিজেপির যুব মোর্চার সভাপতি মদ্যপ অবস্থায় রাস্তায় গড়াগড়ি দিচ্ছেন। ছবি-ভিডিও ভাইরাল স্যোশাল মিডিয়ায়। (ছবি-ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’)। ছবিতে যাঁকে দেখা যাচ্ছে, তিনি উত্তর কলকাতার বিজেপির যুবমোর্চা সভাপতি সূরয সিং (Suraj Singh)। গভীর রাতে বেসামাল অবস্থায় ফুটপাতের রেলিং ধরে হাঁটছেন তিনি। আবার এই সূরযের সঙ্গে অন্য সময় দেখা গিয়েছে বিজেপির (BJP) কেন্দ্রীয় ও রাজ্যের শীর্ষ নেতৃত্বকে। সেই ছবিগুলি নিজের এক্স হ্যান্ডেলে ৩টি পোস্ট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি লিখেছেন, যে এই ছবি তাঁকে সূরয সিং-এর অনুগামীরাই পাঠিয়েছেন। তবে, সত্যতা যাচাই করেননি কুণাল। এর পরেই বিজেপি যুবনেতার আচরণ নিয়ে গেরুয়া শিবিরকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল নেতা। অমিত শাহ থেকে সুকান্ত মজুমদারের সঙ্গে এক ফ্রেমে সূরযের ছবি পোস্ট করে কুণাল লেখেন, “ছবি থাকলেই অপকর্মের দায় নেবেন তো? বিজেপি কিছু বলবে?”বুধবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে একের পর এক ছবি, ভিডিও পোস্ট করে বিজেপিকে মোক্ষম খোঁচা দেন কুণাল। প্রথম পোস্টে ছবি দিয়ে তৃণমূল (TMC) নেতা লেখেন,
”উত্তর কলকাতা বিজেপি যুব মোর্চা সভাপতি সূরয সিং কি মদ্যপ অবস্থায় রাতে রাস্তায় গড়াগড়ি খাচ্ছিল? ছবি ও ভিডিও পেলাম। ওর লোকজনই দিল। সত্যতা যাচাই করা যায়নি। বিজেপি কি খোঁজখবর নেবে?”

এর কিছুক্ষণ পরেই বিজেপি নেতাদের সঙ্গে সূরযের ছবি পোস্ট করে কুণাল (Kunal Ghosh) পর পর দুটি পোস্ট করেন। তাতে লেখেন,
”উত্তর কলকাতা বিজেপি যুব মোর্চা সভাপতি সূরয সিং মাতাল হয়ে গড়াগড়ি। ওর লোকেরাই দিল। ছবি, ভিডিওর সত্যতা যাচাই করিনি। অনেকের সঙ্গে ছবি দেখছি। ছবি থাকলেই অপকর্মের দায় নেবেন তো? বিজেপি কিছু বলবে?”
”উত্তর কলকাতা বিজেপির যুব মোর্চা সভাপতি সূরয সিং। মাতাল হয়ে রাতে গড়াগড়ি। ওর লোকেরাই ছবি, ভিডিও দিল। যাচাই করা সম্ভব হয়নি। বিজেপি কিছু বলুক। আর সঙ্গে ছবি থাকলেই অপকর্মের সঙ্গী ভাবা যায় কিনা, ওদের নেতারা বলুন।”

বিভিন্ন সময় একাধিক অভিযুক্তদের সঙ্গে তৃণমূল নেতাদের ছবি দেখিয়ে জড়ানোর চেষ্টা করে বিজেপি। সেই সময় শাসকদলের তরফ থেকে বারবার বলা হয়, ভিড়ের মধ্য়ে অনেকেই ছবি তোলে। কিন্তু সে কথা মানতে চায়নি গেরুয়া শিবির। আর এখানে তো তাঁদের দলের যুবমোর্চার সভাপতি! আর তাঁর সঙ্গে ছবি অমিত শাহ থেকে সুকান্ত মজুমদার সবার। এমনকী, বিজেপির হয়ে সাংবাদিক বৈঠকও করতে দেখা যাচ্ছে সূরযকে। তাহলে তাঁর দায় কেন নেবে না গেরুয়া শিবির? আর এই আচরণেরই বা কী ব্যাখ্যা দেবে? প্রশ্ন তুলেছে তৃণমূল।






spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...