Sunday, August 24, 2025

ভিনিসিয়ুসের সঙ্গে খেলতে কোনও সমস্যা হবে না, রিয়ালে যোগ দিয়ে বললেন এমবাপে

Date:

Share post:

রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে এখন ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম, রদ্রিগোদের সঙ্গে যোগ দিয়েছেন এমবাপে। মঙ্গলবার এমবাপেকে সান্তিয়াগো বার্নাব্যুতে গ্যালারি ভর্তি সমর্থকদের সামনে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে রিয়াল। এমবাপে রিয়ালের খেলোয়াড় হিসেবে নিজের প্রথম সংবাদিক সম্মেলনে জানিয়েছেন, মাদ্রিদের ক্লাবটির স্কোয়াড থেকেও একজন তাকে এই ক্লাবে যোগদানের অনুরোধ জানিয়ে খুদে বার্তা পাঠিয়েছেন।নিশ্চয়ই ভাবছেন কে? ভিনিসিয়ুস জুনিয়র! ব্রাজিলিয়ান এই উইঙ্গারকে নিয়ে এমবাপে বলেছেন, ‘ভিনি আমাকে অনেক খুদে বার্তা পাঠিয়ে বলেছে,চলে আসো, আমরা আক্রমণভাগে একসঙ্গে খেলব। তবে রিয়াল মাদ্রিদ যে বিশ্বের সেরা ক্লাব, সেটি আমার খেলোয়াড়দের বলে দিতে হবে না। যদিও খেলোয়াড়েরা আমাকে চায়, এটা জেনে ভালো লেগেছে। এমবাপে রিয়ালে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার আগে গুঞ্জন উঠেছিল, দলটির আক্রমণভাগে তাহলে ফরাসি তারকাকে কোন পজিশনে খেলানো হবে? সাধারণত রিয়ালের বাঁ উইংয়ে খেলেন ভিনিসিয়ুস এবং এই পজিশনে তিনি কয়েক মরসুম ধরেই দুর্দান্ত। ডান উইংয়ে রদ্রিগোকে রেখে তাদের পেছনে বেলিংহামকে খেলান রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তবে এমবাপেও পিএসজির হয়ে গত মরসুমে ভিনিসিয়ুসের পজিশেনই খেলেছেন। সে কারণেই প্রশ্নটি সামনে এসেছে।

এমবাপের কাছে জানতে চাওয়া হয়েছিল, রিয়ালে কোন পজিশনে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন? ফরাসি তারকা বলেছেন, কোচ যেখানে খেলাতে চান আমি সেখানেই খেলব। প্যারিসে আমি আক্রমণভাগে তিনটি পজিশনে খেলেছি, সেটা মোনাকো ও ফ্রান্সের হয়েও। গুরুত্বপূর্ণ ব্যাপার হল শারীরিকভাবে ফিট থাকা। পজিশনটা কোনও বিতর্কের বিষয় নয়, এটা একটি অংশ। আমি খেলতে চাই, কিন্তু কোথায় খেলব সেটি কোচের সিদ্ধান্ত। ভিনিসিয়ুসের সঙ্গে খেলতে সমস্যা হবে না জানিয়ে এমবাপে বলেছেন, ভিনিসিয়ুস অনন্য খেলোয়াড়। এমনকী, রদ্রিগো এবং বাকিদের সঙ্গে খেলার সুযোগ পেয়ে আমি খুশি। গ্রেট খেলোয়াড়দের একসঙ্গে খেলতে হবে। ভিনিসিয়ুসের সঙ্গে খেলতে কোনও সমস্যা হবে না। সে দুর্দান্ত একটি মরসুম কাটিয়েছে এবং মানিয়ে নেওয়ার দায়িত্বটা আমার। গত মরসুমে রিয়ালের লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ে ২৪ গোল করে দারুণ অবদান রাখেন ভিনিসিয়ুস। তার চেয়ে বেশি গোল করতে পারেননি রিয়ালের কোনও খেলোয়াড়। এমবাপে গতকাল আনুষ্ঠানিকভাবে রিয়ালে যোগ দেওয়ার পর তাঁকে একটু অন্য রকমভাবে বরণও করে নিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। এমবাপের রিয়ালে যোগ দেওয়ার একটি ছবি পোস্ট করা হয় ক্লাবটির ভেরিফায়েড এক্স হ্যান্ডল থেকে। ভিনি পোস্টটি শেয়ার দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘১, ২, ৩…আলা মাদ্রিদ।’

 

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...