Sunday, January 11, 2026

৫০০টি ভাল্লুককে হ.ত্যার অনুমোদন রোমানিয়ার পার্লামেন্টে

Date:

Share post:

ইউরোপের দেশ রোমানিয়ায় প্রায় ৫০০টি ভাল্লুককে হত্যার অনুমোদন দিয়েছে সে দেশের পার্লামেন্ট। বাদামি ভালুকের হামলা থেকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সংখ্যা নিয়ন্ত্রণ করতে এই সিদ্ধান্ত নিয়েছে রোমানিয়া সরকার। সম্প্রতি ভালুকের আক্রমণে এক পর্বতারোহী নিহতের ঘটনায় দেশজুড়ে অস্থিরতার মধ্যে এই সিদ্ধান্ত নিয়েছে রোমানিয়া সরকার।সোমবার দেশটির সংসদের জরুরি এক বৈঠকে সংরক্ষিত প্রজাতির ভালুকের অতিরিক্ত সংখ্যা নিয়ন্ত্রণের জন্য ৪৮১টি ভালুক হত্যার অনুমোদন দেওয়া হয়েছে। এবার গত বছরের তুলনায় দ্বিগুণ ভালুক হত্যার অনুমোদন দেওয়া হয়েছে। যেখানে গত বছর ২২০টি ভালুক হত্যা করা হয়েছিল।

ভালুক হত্যার অনুমোদন দেওয়ার পাশাপাশি রোমানিয়ার সংসদে ১৯ বছর বয়সী পর্বতারোহীর স্মরণে এক মুহূর্ত নীরবতা পালন করা হয়। তিনি গত সপ্তাহে রোমানিয়ার কার্পেথিয়ান পর্বতমালায় ভালুকের হামলায় মারা গিয়েছিলেন। তার মৃত্যুর পর ভালুক নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে আন্দোলন শুরু হয় রাজধানী বুখারেস্টে। যদিও সরকারের এই সিদ্ধান্তে তীব্র আপত্তি জানিয়েছে রোমানিয়ার প্রাণী সংরক্ষণবাদী বিভিন্ন সংস্থা। প্রাণী সংরক্ষণবাদী সংস্থা ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডেরজীববিজ্ঞাণী ক্যালিন আর্ডেলিন এ প্রসঙ্গে বলেছেন, ‘হত্যার মাধ্যমে শুধুমাত্র ভালুকদের সংখ্যাই কমবে, কিন্তু জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে না। আমরা মানুষ এবং ভালুক— উভয়ের নিরাপত্তা চাই। এ কারণে এই আইনের বিরোধিতা করছি।

প্রসঙ্গত, বিশ্বে বাদামি ভালুক সবচেয়ে বেশি রয়েছে রাশিয়ায়, তারপরেই দ্বিতীয় স্থানে রয়েছে রোমানিয়া। সরকারি তথ্য অনুযায়ী, দক্ষিণপূর্ব ইউরোপের এই দেশটির বিভিন্ন জঙ্গলে বসাবস করে হাজার হাজার বাদামি ভালুক। তাদের হাত থেকে রক্ষা পেতেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে রোমানিয়া সরকার।

 

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...