ভোটে নিযুক্ত পুলিশ কর্মীদের বিশেষ ভাতা, ৩২ লক্ষ টাকা বরাদ্দ রাজ্যের

লোকসভা ভোটে নিরাপত্তা সহ বিভিন্ন কাজে নিযুক্ত রাজ্য পুলিশের কর্মীদের বিশেষ ভাতা মঞ্জুর করেছে রাজ্য সরকার। এজন্য প্রায় ৩২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র দফতর শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করে লোকসভা নির্বাচনে কাজ করা বিভিন্ন পদমর্যাদার পুলিশকর্মীদের আনুপাতিক হারে এই ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পুলিশের অতিরিক্ত মহা নির্দেশক পদ থেকে ওসি এবং আই সি পদমর্যাদার আধিকারিক পর্যন্ত কর্মীরা এক মাসের মূল বেতন ভাতা হিসেবে পাবেন। জেলা, পুলিশ জেলা ও কমিশনারেটের হিসাব রক্ষক, ক্লার্ক ক্যাশিয়ার এর মত কর্মী এবং ইলেকশন সেলের দায়িত্বে থাকা কর্মীরাও এই ভাতার আওতায় আসবেন। অন্যদিকে লোকসভা ভোটে যে সমস্ত পুলিশ কর্মী ও আধিকারিকারা নিজেদের কাজের এলাকাতেই কুইক রেসপন্স টিম, নাকা, রেডিও ফ্লাইং স্কোয়াড সহ বিভিন্ন বিভাগে কাজ করেছেন তাঁদের এককালীন ৭৫০০ টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের নির্দেশে অন্যান্য যে সমস্ত পুলিশ কর্মী আধিকারিক ও স্বরাষ্ট্র দপ্তরের কর্মীরা ভোটের বিশেষ ডিউটিতে ছিলেন তারাও ওই একই অংকের ভাতা পাবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন- উল্টোডাঙায় দুর্ঘটনা, আহত শহিদ দিবসে যোগ দিতে আসা তৃণমূল কর্মীরা

 

 

Previous articleচলে গেলেন জনপ্রিয় গায়ক সন্দীপ ব্যাস, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা
Next articleএবার চার বিধায়কের শপথ নিয়েও জটিলতা! রাজভবনের চিঠি বিধানসভাকে, পাঠানো হয়েছে উত্তরও