Monday, August 25, 2025

আইসক্রিম কারখানার ফ্রিজের মধ্যে থেকে উদ্ধার কর্মীর নগ্ন দেহ, চাঞ্চল্য মালদহে

Date:

Share post:

সম্পূর্ণ নগ্ন অবস্থায় আইসক্রিম ফ্যাক্টরির ডিপ ফ্রিজের ভেতর থেকে উদ্ধার হল এক কর্মীর মৃতদেহ। এমনই চালঞ্চল্যকর ঘটনা ঘটেছে পুরনো মালদহের মঙ্গলবাড়ী বাচামারি মোড় এলাকায়। খুন না অন্য কিছু? বরফে ঢাকা সেই রহস্য উন্মোচনে তড়িঘড়ি তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে মৃতের নাম মৃণালকান্তি বসু। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বনগাঁ। গত ৬-৭ বছর ধরে পুরাতন মালদহ শহরের ১৯ নম্বর ওয়ার্ডের বাচামারিতে একটি আইসক্রিম কারখানার গাড়ির চালক হিসেবে কাজ করছিলেন মৃণালকান্তি। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও গোডাউনের দরজা বন্ধ করে দেন তিনি। কিন্তু সকাল হয়ে গেলেও ওই গাড়ির চালক দরজা না খোলায় সকলের সন্দেহ হয়। বাইরে থেকে ডাকাডাকি করলেও কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে দুপুর নাগাদ এক কর্মী কারখানার ফ্রিজ খুলতেই আঁতকে ওঠেন। ফ্রিজের ভেতরেই রাখা ছিল মৃণালকান্তির দেহ। এরপরই এলাকায় উত্তেজনা ছড়ায়। ওই ব্যক্তিকে খুন করে তাঁর দেহ ফ্রিজের ভেতর রেখে দেওয়া হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে তদন্ত একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে। পুলিশ এখনও মুখ খুলতে চায়নি। কারখানার কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে সম্পূর্ণ বস্ত্রহীন অবস্থায় ডিপ ফ্রিজে মৃতদেহ উদ্ধার হওয়ায় অনেকের মনে প্রশ্ন জেগেছে এবং রহস্যর দানা বেঁধেছে। কেনই বা উলঙ্গ অবস্থায় তার মৃতদেহ পাওয়া গেল। যদিও আইসক্রিম কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে, ওই ব্যক্তি প্রচুর পরিমাণে মদ্যপান করতেন। গরম থেকে বাঁচতে মদ্যপ অবস্থায় আইসক্রিমের ডিপ ফ্রিজে ঢুকে আর বের হতে পারেননি। দমবন্ধ অবস্থায় মৃত্যু হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।

আরও পড়ুন- দাম নিয়ন্ত্রণে পদক্ষেপ, সুফল বাংলা-স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে আলু বিক্রির সিদ্ধান্ত নবান্নর

 

spot_img

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...