Tuesday, November 4, 2025

আজ বিধানসভায় চার জয়ী প্রার্থীর শপথ গ্রহণ 

Date:

Share post:

উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থীদের শপথ গ্রহণ (TMC candidate’s oath taking program) নিয়ে রাজভবনের (Rajbhawan) টালবাহানা শেষ নেই। কখনও উপনির্বাচনে জয়ী প্রার্থীদের ধর্না দিতে হচ্ছে তো কখনও রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করতে হচ্ছে সমস্যা মেটানোর জন্য। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেনের শপথ করানো নিয়ে রাজ্যপালের ‘নাটকের’ পর এবার রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী (Mukutmani Adhikari), রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী(Krishna Kalyani), মানিকতলার বিধায়ক সুপ্তি পাণ্ডে (Supti Pandey) এবং বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুরের (Madhuparna Thakur) শপথ নিয়েও জটিলতা তৈরি করেছে রাজভবন। রাজ্য- রাজ্যপাল সংঘাতের আবহে বিধানসভার রীতি মেনেই আজ তৃণমূলের জয়ী এই চার প্রার্থীর শপথের অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee)। দুপুর ১টায় শপথগ্রহণ অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এদিন বিধানসভায় থাকবেন বলে সূত্রের খবর।

সোমবার রাত পর্যন্ত রাজভবনের থেকে তৃণমূল প্রার্থীদের শপথ গ্রহণ নিয়ে কোনও সবুজ সংকেত মেলেনি। এই নিয়ে চিঠি চালাচালি পর্যন্ত হয়েছে। কিন্তু রাজভবনের টালবাহানার শেষ নেই। চারজন নবনির্বাচিত বিধায়কের শপথ করার জন‌্য প্রথা মেনে রাজভবনের কাছে অনুমতি চায় বিধানসভার সচিবালয়। রাজভবন থেকে কয়েকটি প্রশ্ন তৈরি করে তা বিধানসভায় পাঠানো হয়েছিল। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারের শপথবাক্য পাঠ করানো নিয়ে প্রশ্ন তোলা হয়। এর জবাব দিয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ। রীতি অনুযায়ী, অধিবেশন চলাকালীন স্পিকার সেখানে উপস্থিত থাকলে ডেপুটি স্পিকার শপথ পাঠ করাতে পারেন না। কিন্তু এরপর আর কোনও পদক্ষেপ করতে দেখা যায়নি সিভি আনন্দ বোসকে(CV Anand Bose)। জটিলতা এড়াতে বিধানসভার পক্ষ থেকে শপথের কথা আগাম জানিয়ে দেওয়া হয়েছিল রাজভবনকে। কিন্তু এখনও রাজভবন এই নিয়ে আর কোনও উচ্চবাচ্য করেনি। আজ মন্ত্রিসভার বৈঠকও রয়েছে। স্পিকার স্পষ্ট জানিয়ে দিয়েছেন নিয়ম মেনে মঙ্গলেই হবে শপথ গ্রহণ অনুষ্ঠান।


spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...