টানা বৃষ্টির জেরে ‘মৃত্যুপুরী’ ইথিওপিয়া! ভয়াবহ ভূমিধসে মৃত ২২৯

টানা বৃষ্টির (Rain) জেরে ভয়াবহ ভূমিধস (Landslide) দক্ষিণ ইথিওপিয়ায়। সোম ও মঙ্গলবার গোফা-সহ দুটি জায়গায় ভূমিধসের জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ২২৯ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী আবি আহমেদ। ইতিমধ্যে জোরকদমে বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ (Rescue) চালাচ্ছে।

আফ্রিকান ইউনিয়নের চেয়ারপার্সন মুসা ফাকি মাহমত জানিয়েছেন, নিখোঁজদের খোঁজ চলছে। বাস্তুচ্যুতদের সাহায্য করা হচ্ছে। ভূমিধসের জেরে কাদায় চাপা পড়ার ফলেই মৃতের সংখ্যা বেড়েছে বলে দাবি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ইথিওপিয়ান জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত সমস্ত পরিবারের কথা তিনি ভাবছেন। যাদের চিকিৎসার প্রয়োজন তাদের সহায়তার জন্য ডাব্লুএইচও দলও পাঠানো হয়েছে।


Previous articleবাজেটে চূড়ান্ত বৈষম্য! বুধবার সকাল থেকেই তৃণমূল-সহ বিরোধীদের বিক্ষোভে উত্তাল সংসদ
Next articleপুজোর আগেই সাধারণের জন্য চালু হবে কালীঘাট স্কাইওয়াক