Monday, August 25, 2025

আচমকাই বুকে অসহ্য যন্ত্রণা! ফের এসএসকেএমে জ্যোতিপ্রিয়, কেমন আছেন এখন? 

Date:

Share post:

বুকে অসহ্য যন্ত্রণা নিয়ে মঙ্গলবার রাতেই এসএসকেএম হাসপাতালে (SSKM) ভর্তি হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallick)। রাতে আচমকা জেলের মধ্যেই প্রবল বুকে ব্যথা শুরু হওয়ায় প্রেসিডেন্সি সংশোধনাগার (Presidency Jail) থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের তরফে জানানো হয়েছে, রাজ্যের প্রাক্তন এই মন্ত্রীর শারীরিক কিছু পরীক্ষা করা হয়েছে। তার রিপোর্ট এলেই বিস্তারিত জানা যাবে। তবে রাতেই প্রয়োজনীয় ওষুধ দিয়ে জ্যোতিপ্রিয়কে ফের জেলে ফেরত পাঠানো হয়।
হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন মন্ত্রীকে এদিন
জেলের অ্যাম্বুল্যান্স করেই এসএসকেএম-র কার্ডিওলজির জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে হৃদরোগ, মেডিসিন-সহ অন্যান্য বিভাগের চিকিৎসার পাশাপাশি কিছু প্রয়োজনীয় পরীক্ষাও করা হয়। এরপর প্রয়োজনীয় ওষুধপত্র দিয়ে রাতেই জ্যোতিপ্রিয়কে জেলে ফেরত পাঠানো হয়। আপাতত জ্যোতিপ্রিয়র বুকের ব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে বলে খবর।
উল্লেখ্য, রেশন বণ্টন মামলায় গত অক্টোবর মাসে জ্যোতিপ্রিয়কে গ্ৰেফতার করে ইডি। গ্রেফতার হওয়ার পর আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তখন তাঁকে এসএসকেএমে ভর্তি করানো হয়েছিল। জানা গিয়েছিল, প্রাক্তন মন্ত্রীর রক্তচাপের সমস্যা রয়েছে। তারপর জেলেও একাধিকবার অসুস্থ হয়ে পড়েন তিনি।
তবে চিকিৎসকরা জানিয়েছেন বিষয়টি খুব গুরুতর নয়। সপ্তাহে একদিন এমনিতেই জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য পরীক্ষা হয়।

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...