গত দশবছরে একাধিক প্রতিশ্রুতির মতো বিজেপি সরকার সন্ত্রাস দমনেও পুরোপুরি ব্যর্থ। ২০১৪ সালে সরকারে আসার আগে নরেন্দ্র মোদি সন্ত্রাস দমন নিয়ে অনেক বড় বড় কথা বলেছিলেন। কিন্তু বাস্তবে তিনি টোটাল ফেলিওর। বুধবার সংসদে বাজেট ভাষণে গত কয়েকবছরে দেশে জঙ্গি হামলার তথ্য তুলে ধরে বিজেপিকে ধুয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই বিজেপি সরকার বলেছিল সন্ত্রাসবাদকে নিশ্চিহ্ন করবে তাঁরা। কিন্তু চূড়ান্ত ব্যর্থ হয়েছে তাঁরা। শেষ ৩২ মাসে জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৫০ জন জওয়ান। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত জম্মু-কাশ্মীরে ৭৬১টি জঙ্গি হামলা হয়েছে। মারা গিয়েছেন ১৭৪ জন সাধারণ মানুষ। শুধু গত ৬ মাসেই জম্মু-কাশ্মীরে ২৬টি সন্ত্রাস হামলা হয়েছে। প্রধানমন্ত্রীকে তুলোধোনা করে অভিষেক বলেন, আপনারা অনেক প্রতিশ্রুতি দেন, কিন্তু সেগুলো রাখতে পারেন না।

আরও পড়ুন- নিট কেলেঙ্কারি কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার প্রমাণ, কটাক্ষ অভিষেকের
