Sunday, January 11, 2026

গিল্ডের সঙ্গে বৈঠকেও রাহুলের উপর নিষেধাজ্ঞা বহাল, থাকতে পারবেন নিজের ছবিতে?

Date:

Share post:

রাহুল মুখোপাধ্যায়ের উপর ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার (FCTWEI) নিষেধাজ্ঞা বহাল। ৩ মাসের নিষেধাজ্ঞা জারি থাকল। বৃহস্পতিবার এই বিষয় নিয়ে মিটিং হয় ডিরেক্টরস গিল্ডে। সেখানেই জানানো হয়, রাহুল মুখোপাধ্যায়ের (Rahul Mukhopadhyay) উপর ব্যান তুলবে না তারা। তবে রাহুল যদি SVF-এর পুজো রিলিজ ‘প্রোডাকশন নম্বর 171’ ছবির অন্য পদে যুক্ত থাকেন তাতেও আপত্তি নেই ফেডারেশনের। কিন্তু তিনি পরিচালক হিসেবে থাকতে পারবেন না।বাংলাদেশের OTT প্ল্যাটফর্ম চরকির জন্য লহু নামক সিরিজের পরিচালনা করছিলেন রাহুল মুখোপাধ্যায়। এই সিরিজের কাজ শুরু হয় কলকাতায়। শেষ হয় বাংলাদেশে। রাহুল ওদেশে গিয়ে শ্যুটিং করলে তাঁর থেকে প্রথমে কারণ জানতে চাওয়া হলে, তিনি তা স্বীকার করেন। পরে তিনি চাপের মুখে মেনে নেন, যে তিনি বাংলাদেশে গিয়ে শ্যুটিং করেছেন। এর জেরে তাঁকে ৩ মাসের জন্য ব্যান করে দেয় FCTWEI। ২০ জুলাই থেকে এই নিষেধাজ্ঞা শুরু হয়েছে। বহাল থাকবে ১৯ অক্টোবর পর্যন্ত।

এদিকে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্যের পুজোর ছবি ‘প্রোডাকশন নম্বর 171’ পরিচালনা করার কথা ছিল রাহুলের। কিন্তু ফেডারেশনের এই সিদ্ধান্তের পর তাঁকে পরিচালকের পদ থেকে সরিয়ে ক্রিয়েটিভ প্রোডিউসার করা হয়। তাতেও আপত্তি জানালে, রাহুলের পাশে দাঁড়ান টলিউডের পরিচালকরা। এই পরিস্থিতিতে এদিন বৈঠক ডাকে ডিরেক্টরস গিল্ড।

বৈঠকের পর বিজ্ঞপ্তি জারি করে ফেডারেশন জানায়, রাহুল মুখোপাধ্যায়ের (Rahul Mukhopadhyay) উপর এই ব্যান তোলা হচ্ছে না। তবে, তিনি যদি SVF এর পুজো রিলিজ ছবির অন্য পদে যুক্ত থাকেন তাতেও আপত্তি নেই। কিন্তু রাহুল পরিচালক হিসেবে থাকতে পারবেন না। এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে ডিরেক্টরস গিল্ড।






spot_img

Related articles

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ত্রিপুরা! জ্বলছে বাড়ি, একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট!

দুই গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উনকোটি (Unkoti, Tripura) এলাকায়।...

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...