Monday, May 19, 2025

সুপ্রিম কোর্টের নির্দেশে NEET UG-র সংশোধিত ফলাফল প্রকাশ করল NTA

Date:

Share post:

সুপ্রিম কোর্টের নির্দেশের পর বৃহস্পতিবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি NEET UG-র সংশোধিত ফলাফল প্রকাশ করেছে। প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখতে পারবেন। সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার সংশোধিত ফল দেখা যাচ্ছে অফিশিয়াল ওয়েবসাইটে।

চলতি মাসের ২৩ তারিখ দেশের শীর্ষ আদালত জানিয়েছিল, নতুন করে নিট পরীক্ষা আর নেওয়া হবে না। তার পরেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়ে দেন, সংশোধন করে দু’দিনের মাথায় নতুন স্কোরকার্ড বের করা হবে। সেই ফলাফলই প্রকাশ হল এদিন। তবে মেধা তালিকায় কী কী হেরফের হয়েছে, তা নিয়ে আপাতত নিটের আয়োজক সংস্থার তরফে কিছু জানানো হয়নি।

নতুন করে রেজাল্ট বেরনোর ফলে যে ৪৪ জন পড়ুয়া ৭২০-তে ৭২০ মার্কস পেয়েছিলেন তাঁদেরও নম্বর কমেছে ৫ মার্কস করে। কারণ তারাও প্রশ্ন নিয়ে বিভ্রান্তির জেরে গ্রেস মার্কস পেয়েছিলেন। এক্ষেত্রে বলা যেতে নতুন মেধা তালিকাতেও পরিবর্তন হতে পারে।গত সোমবার নিট মামলা সংক্রান্ত শুনানিতে এক পরীক্ষার্থীর আইনজীবী এই প্রশ্নের বিষয়টি সামনে আনেন। তিনি জানান, নির্দিষ্ট ওই প্রশ্নের ২ নম্বর এবং ৪ নম্বর অপশন দুটোই ঠিক ছিল। তবে বিভ্রান্তি তৈরি হওয়ায় মামলাকারী ওই প্রশ্নের উত্তর দেয়নি। তবে পরে দেখা যায়, যারা ২ নম্বর অপশন বেছেছিলেন তারা নম্বর পেয়েছেন।

কীভাবে NEET-UG পরীক্ষার সংশোধিত রেজাল্ট দেখতে হবে?

১) ন্যাশনাল টেস্টিং এজেন্সির অফিসিয়াল ওয়েবসাইট exams.nta.ac.in/NEET-তে যেতে হবে।

২) হোমপেজের উপরের দিকেই ‘LATEST NEWS’ আছে। তার মধ্যে আছে ‘Click Here for Revised Score Card’। তাতে ক্লিক করতে হবে।

৩) নতুন একটি পেজ খুলে যাবে। সেই পেজের উপরের দিকেই আছে ‘NEET 2024 Revised Score Card Link’। সেটার নীচেই আছে ‘Click here for NEET 2024 Revised Score Card’। তাতে ক্লিক করতে হবে।

৪) সেখানে নিজের অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ, ইমেল আইডি বা মোবাইল নম্বর এবং সিকিউরিটি পিন দিয়ে সাবমিট করতে হবে। তাহলে স্ক্রিনে সংশোধিত রেজাল্ট দেখতে পারবেন।

প্রাথমিকভাবে, ৪ জুন ঘোষিত ফলাফলে ৬৭ জন শীর্ষ স্থান দখল করে নেয়। সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতে এনটিএয়ের তরফে যে সংশোধিত রেজাল্ট প্রকাশ করা হয়েছে, তাতে প্রায় চার লাখ পড়ুয়ার উপরে প্রভাব পড়বে।

 

spot_img

Related articles

এশিয়া কাপ নিয়ে এখনও কোনও ভাবনা নেই, জানিয়ে দিলেন বিসিসিআই সচিব

এশিয়া কাপ(Asia Cup) খেলা বা না খেলা নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্তই হয়নি। সাফ জানিয়ে দিলেন বিসিসিআই(BCCI) সচিব...

উত্তরেও কনভেনশন সেন্টার, ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে ভল্ভো বাস: উন্নয়নে একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের (Convention Centre) মতো শিলিগুড়িতেও হবে ইন্টারন্যাশনাল কনভেশন সেন্টার। সোমবার, শিলিগুড়িতে দীনবন্ধু মঞ্চে বিজনেস সামিট-এ...

নাশকতার ছক বানচাল: জঙ্গি দমনে বড় সাফল্য অন্ধ্র, তেলেঙ্গানা, পঞ্জাব পুলিশের

অপারেশন সিন্দুরের মধ্যে দিয়ে শুধুমাত্র জঙ্গি ঘাঁটি ধ্বংস করাই ভারতের উদ্দেশ্য ছিল না। দেশের মধ্যে সব ধরনের নাশকতামূলক...

আপনার জন্য গোটা দেশ লজ্জিত: বিজেপি মন্ত্রী শাহর ‘ক্ষমা’ গ্রহণ করল না সুপ্রিম কোর্ট

ভারতীয় সেনা আধিকারিক সোফিয়া কুরেশির (Sofia Qureshi) বিরুদ্ধে কুরুচিকর যে মন্তব্য মধ্যপ্রদেশের বিজেপির মন্ত্রী বিজয় শাহ (Vijay Shah)...