Sunday, August 24, 2025

সুপ্রিম কোর্টের নির্দেশে NEET UG-র সংশোধিত ফলাফল প্রকাশ করল NTA

Date:

Share post:

সুপ্রিম কোর্টের নির্দেশের পর বৃহস্পতিবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি NEET UG-র সংশোধিত ফলাফল প্রকাশ করেছে। প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখতে পারবেন। সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার সংশোধিত ফল দেখা যাচ্ছে অফিশিয়াল ওয়েবসাইটে।

চলতি মাসের ২৩ তারিখ দেশের শীর্ষ আদালত জানিয়েছিল, নতুন করে নিট পরীক্ষা আর নেওয়া হবে না। তার পরেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়ে দেন, সংশোধন করে দু’দিনের মাথায় নতুন স্কোরকার্ড বের করা হবে। সেই ফলাফলই প্রকাশ হল এদিন। তবে মেধা তালিকায় কী কী হেরফের হয়েছে, তা নিয়ে আপাতত নিটের আয়োজক সংস্থার তরফে কিছু জানানো হয়নি।

নতুন করে রেজাল্ট বেরনোর ফলে যে ৪৪ জন পড়ুয়া ৭২০-তে ৭২০ মার্কস পেয়েছিলেন তাঁদেরও নম্বর কমেছে ৫ মার্কস করে। কারণ তারাও প্রশ্ন নিয়ে বিভ্রান্তির জেরে গ্রেস মার্কস পেয়েছিলেন। এক্ষেত্রে বলা যেতে নতুন মেধা তালিকাতেও পরিবর্তন হতে পারে।গত সোমবার নিট মামলা সংক্রান্ত শুনানিতে এক পরীক্ষার্থীর আইনজীবী এই প্রশ্নের বিষয়টি সামনে আনেন। তিনি জানান, নির্দিষ্ট ওই প্রশ্নের ২ নম্বর এবং ৪ নম্বর অপশন দুটোই ঠিক ছিল। তবে বিভ্রান্তি তৈরি হওয়ায় মামলাকারী ওই প্রশ্নের উত্তর দেয়নি। তবে পরে দেখা যায়, যারা ২ নম্বর অপশন বেছেছিলেন তারা নম্বর পেয়েছেন।

কীভাবে NEET-UG পরীক্ষার সংশোধিত রেজাল্ট দেখতে হবে?

১) ন্যাশনাল টেস্টিং এজেন্সির অফিসিয়াল ওয়েবসাইট exams.nta.ac.in/NEET-তে যেতে হবে।

২) হোমপেজের উপরের দিকেই ‘LATEST NEWS’ আছে। তার মধ্যে আছে ‘Click Here for Revised Score Card’। তাতে ক্লিক করতে হবে।

৩) নতুন একটি পেজ খুলে যাবে। সেই পেজের উপরের দিকেই আছে ‘NEET 2024 Revised Score Card Link’। সেটার নীচেই আছে ‘Click here for NEET 2024 Revised Score Card’। তাতে ক্লিক করতে হবে।

৪) সেখানে নিজের অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ, ইমেল আইডি বা মোবাইল নম্বর এবং সিকিউরিটি পিন দিয়ে সাবমিট করতে হবে। তাহলে স্ক্রিনে সংশোধিত রেজাল্ট দেখতে পারবেন।

প্রাথমিকভাবে, ৪ জুন ঘোষিত ফলাফলে ৬৭ জন শীর্ষ স্থান দখল করে নেয়। সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতে এনটিএয়ের তরফে যে সংশোধিত রেজাল্ট প্রকাশ করা হয়েছে, তাতে প্রায় চার লাখ পড়ুয়ার উপরে প্রভাব পড়বে।

 

spot_img

Related articles

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...